নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের ১০ টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
আজ শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন ৩৩৮ ভোট।
সহসভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী অসিম কুমার বাড়ৈ পেয়েছেন ৩৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে খান মো. মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩৮১ ভোট।
অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৯৭ ভোট। যুগ্ম সম্পাদকের দুটি পদে ইমতিয়াজ আহমেদ ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন ২৮১ ভোট ও রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাহী সদস্যের চারটি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে
সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিলন ভূইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল ৪৩৮ বিজয়ী হয়েছেন। একই পদে সোহেল রানা শান্ত ৪৩৩ ভোট ও নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের ১০ টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
আজ শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন ৩৩৮ ভোট।
সহসভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী অসিম কুমার বাড়ৈ পেয়েছেন ৩৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে খান মো. মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩৮১ ভোট।
অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৯৭ ভোট। যুগ্ম সম্পাদকের দুটি পদে ইমতিয়াজ আহমেদ ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন ২৮১ ভোট ও রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাহী সদস্যের চারটি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে
সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিলন ভূইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল ৪৩৮ বিজয়ী হয়েছেন। একই পদে সোহেল রানা শান্ত ৪৩৩ ভোট ও নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা মামলায় কাউসার ফকিরকে (৩৩) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লির লোকজন ভয়ে তাদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হলেও স্থানীয় লোকজন ভরসা না পেয়ে বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনদের বাড়িতে তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে।
৪ মিনিট আগেনীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
৭ মিনিট আগেকিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এ রায় দেন। একই সঙ্গে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে