আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা।
অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।
স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা।
অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।
স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৪ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৪ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৪ ঘণ্টা আগে