নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল সোমবার থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে শিক্ষকদের উদ্দেশে এক খোলাচিঠিতে এ ঘোষণা দেন তাঁরা। চলমান প্রশাসনিক শাটডাউনের পাশাপাশি একাডেমিক শাটডাউনও শুরু হতে যাওয়ায় কার্যত অচল হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এক প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে ৬ মে থেকে প্রশাসনিক সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি এক চিঠিতে একাডেমিক শাটডাউনের বিষয়টিও জানিয়ে দেন। তবে পরীক্ষা, পরিবহনসেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, ‘সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেনি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ন্যূনতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। সকল শিক্ষকের প্রতি একাডেমিক ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’
আন্দোলনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্য শিক্ষকদের কাছে আমাদের খোলাচিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘চলমান এক দফা দাবিতে আন্দোলনে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ১৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে সংহতি প্রকাশ করেছে। যেটা জোড়ালো জনমত হিসেবে কাজ করেছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি যেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁরাও ক্লাস বর্জন করেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচার পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল সোমবার থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে শিক্ষকদের উদ্দেশে এক খোলাচিঠিতে এ ঘোষণা দেন তাঁরা। চলমান প্রশাসনিক শাটডাউনের পাশাপাশি একাডেমিক শাটডাউনও শুরু হতে যাওয়ায় কার্যত অচল হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এক প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে ৬ মে থেকে প্রশাসনিক সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি এক চিঠিতে একাডেমিক শাটডাউনের বিষয়টিও জানিয়ে দেন। তবে পরীক্ষা, পরিবহনসেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, ‘সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেনি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ন্যূনতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। সকল শিক্ষকের প্রতি একাডেমিক ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’
আন্দোলনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্য শিক্ষকদের কাছে আমাদের খোলাচিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘চলমান এক দফা দাবিতে আন্দোলনে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ১৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে সংহতি প্রকাশ করেছে। যেটা জোড়ালো জনমত হিসেবে কাজ করেছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি যেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁরাও ক্লাস বর্জন করেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচার পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
৩ ঘণ্টা আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
৩ ঘণ্টা আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
৩ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
৩ ঘণ্টা আগে