পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। সেই সঙ্গে তাঁর ছোট ভাইয়ের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ (৩৭) ওই গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। সালেহর ছোট ভাই আবুল বাশার রুবেলকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ।
সালেহর বোন আফসানা মিমি জানান, রাতে তাঁর চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানসহ ১০-১৫ জন রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রুবেলের চিৎকারে বড় ভাই সালেহ ও তাঁর স্ত্রী মোসা. সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে তাঁকে বাঁচাতে গেলে সালেহকে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন।
সালেহর স্ত্রী সোনালী বলেন, ‘আমরা ঘরে ঘুমিয়েছিলাম। রাতে দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরও লোকজন তাকে কুপিয়ে ফেলে রেখেছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী আবু সালেহকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে আমাদের ঘরে ঢুকে শোকেস ভেঙে সুপারি বিক্রির ১ লাখ টাকা ও দুই ভরি অলংকার নিয়ে যায়।’
পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সালেহ এবং রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে সালেহ মারা যান।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। সেই সঙ্গে তাঁর ছোট ভাইয়ের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ (৩৭) ওই গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। সালেহর ছোট ভাই আবুল বাশার রুবেলকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ।
সালেহর বোন আফসানা মিমি জানান, রাতে তাঁর চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানসহ ১০-১৫ জন রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রুবেলের চিৎকারে বড় ভাই সালেহ ও তাঁর স্ত্রী মোসা. সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে তাঁকে বাঁচাতে গেলে সালেহকে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন।
সালেহর স্ত্রী সোনালী বলেন, ‘আমরা ঘরে ঘুমিয়েছিলাম। রাতে দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরও লোকজন তাকে কুপিয়ে ফেলে রেখেছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী আবু সালেহকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে আমাদের ঘরে ঢুকে শোকেস ভেঙে সুপারি বিক্রির ১ লাখ টাকা ও দুই ভরি অলংকার নিয়ে যায়।’
পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সালেহ এবং রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে সালেহ মারা যান।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উপজেলর আহ্বায়ক সরদার সরফুদ্দিন সান্টুর বাড়ির অদুরে তার মালিকাধীন কমিউনিটি সেন্টারে আজ রোববার বানারীপাড়া এবং সোমবার উজিরপুরের সম্মেলন হবে।
২ ঘণ্টা আগেপুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি...
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং...
২ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপস নেই। জামায়াত যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি একাত্তরে মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা।’
২ ঘণ্টা আগে