Ajker Patrika

আপনি আমাদের নৌকা দিছেন, পাশে এসে দাঁড়ান: শেখ হাসিনার উদ্দেশে জেপির তাসমিমা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২: ১২
Thumbnail image

জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি আমাদের নৌকা দিছেন। আমাদের সেবা করার সুযোগ দিন। আমাদের পাশে এসে দাঁড়ান।’

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার সমেদকাঠি ইউনিয়নের মন্দির মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নৌকা মার্কার সমর্থনে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তাসমিমা হোসেন আরও বলেন, ‘আজকাল চাকরিতে টাকা লাগে, ইউনিভার্সিটি স্কুল কলেজে পড়তে অনেক টাকা লাগে। শিক্ষক অফিসাররা টাকা খায়। আপানারা বাচ্চাদের স্কুলে দেন। কত টাকা বেতন হইছে? আমরা তো ছোট বেলায় দশ আনা দিয়ে পড়ছি। ইউনিভার্সিটিতে পড়তে বিশ টাকা/সাত টাকা লাগছে। এত সুবিধা দেওয়ার পরও মানুষ যদি মানুষকে ঠকায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?’

জেপির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা জনপ্রতিনিধি। আমরা জনতার সেবা করি। সেই জনপ্রতিনিধি যদি মানুষখেকো হয়; আর তাদের যদি ঈগল দেওয়া হয়, আর তারা যদি আমাদের মুখের খাবার ছো মেরে নিয়ে যায়, তাহলে আমাদের রক্ষা করবে কে? আইন! আইন আছে? আইনের প্রয়োগ আছে?

সাধারণ মানুষকে একতাবদ্ধ হয়ে ওই সব দুষ্টদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান তাসমিমা হোসেন। তিনি বলেন, ‘আজকে সাধারণ মানুষের কাছে ট্যাক্স ওঠাবে, সাধারণ মানুষকে শিক্ষার জন্য পয়সা দিতে হবে, শিক্ষার জন্য ঘুষ দিতে হবে, চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুষ দিতে হবে কেন। আমি শেখ হাসিনাকে বলব, আপনি আমাদের নৌকা দিয়েছেন, আপনি যেন পরবর্তীতে এই আইন করুন যে এইভাবে বেআইনি কালোটাকা কাদের ঘরে কীভাবে আসতাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত