Ajker Patrika

পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশ করেছেন শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েছেন। এর ফলে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন আজ থেকে আরও বেগবান হলো। এদিকে উপাচার্য শুচিতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষকেরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক উন্মেষ রয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সাদেকুল ইসলাম, মোহসীনা হক, হারুন অর রশীদ, খাদিজা বেগম, মোস্তাকিম রহমান প্রমুখ।

এ সময় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘প্রক্টর থাকাকালে উপাচার্য শুচিতা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা আমি জানতাম না। আমার সন্তানেরা কেন মামলা খাবে? এ ছাড়া আমাদের একমাত্র অধ্যাপক ড. মুহসিনকে সিন্ডিকেট দিয়ে অব্যাহতি দিতেই পারে। কিন্তু যে ভাষায় তাঁকে চিঠি দিয়েছেন, তা আমরা মানতে পারছি না।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রয় বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ড. মুহসিন স্যারই শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছেন। আন্দোলন শেষে যিনি ভিসি হয়ে এলেন তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করলেন। অথচ আওয়ামী লীগেরও সাহস হয়নি ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার। এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে ড. শুচিতার ঘনিষ্ঠজন ড. কলিমুল্লাহ। এই কলিমুল্লাহর লোকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন উপাচার্য শুচিতা। কলিমুল্লাহ সবচেয়ে বিতর্কিত ভিসি ছিলেন। উপাচার্য বিগত সরকারের হয়ে কাজ করছেন। যে শিক্ষক-শিক্ষার্থীরা আ.লীগ সরকারের বিরুদ্ধে ছিলেন, তাঁদের হেনস্তা করছেন ভিসি। এমনকি ববির উপ-উপাচার্যকে একাডেমিক কার্যক্রম বিধি অনুযায়ী করতে দিচ্ছেন না।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্র পরামর্শ ও নির্দেশনাকেন্দ্রের পরিচালক ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান পদত্যাগ করেছেন। এর আগে আরও তিনজন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ভিসি পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫ বিভাগের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত