নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশ করেছেন শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েছেন। এর ফলে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন আজ থেকে আরও বেগবান হলো। এদিকে উপাচার্য শুচিতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষকেরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
সমাবেশে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক উন্মেষ রয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সাদেকুল ইসলাম, মোহসীনা হক, হারুন অর রশীদ, খাদিজা বেগম, মোস্তাকিম রহমান প্রমুখ।
এ সময় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘প্রক্টর থাকাকালে উপাচার্য শুচিতা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা আমি জানতাম না। আমার সন্তানেরা কেন মামলা খাবে? এ ছাড়া আমাদের একমাত্র অধ্যাপক ড. মুহসিনকে সিন্ডিকেট দিয়ে অব্যাহতি দিতেই পারে। কিন্তু যে ভাষায় তাঁকে চিঠি দিয়েছেন, তা আমরা মানতে পারছি না।’
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রয় বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ড. মুহসিন স্যারই শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছেন। আন্দোলন শেষে যিনি ভিসি হয়ে এলেন তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করলেন। অথচ আওয়ামী লীগেরও সাহস হয়নি ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার। এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে ড. শুচিতার ঘনিষ্ঠজন ড. কলিমুল্লাহ। এই কলিমুল্লাহর লোকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন উপাচার্য শুচিতা। কলিমুল্লাহ সবচেয়ে বিতর্কিত ভিসি ছিলেন। উপাচার্য বিগত সরকারের হয়ে কাজ করছেন। যে শিক্ষক-শিক্ষার্থীরা আ.লীগ সরকারের বিরুদ্ধে ছিলেন, তাঁদের হেনস্তা করছেন ভিসি। এমনকি ববির উপ-উপাচার্যকে একাডেমিক কার্যক্রম বিধি অনুযায়ী করতে দিচ্ছেন না।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্র পরামর্শ ও নির্দেশনাকেন্দ্রের পরিচালক ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান পদত্যাগ করেছেন। এর আগে আরও তিনজন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ভিসি পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫ বিভাগের শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশ করেছেন শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েছেন। এর ফলে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন আজ থেকে আরও বেগবান হলো। এদিকে উপাচার্য শুচিতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষকেরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
সমাবেশে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক উন্মেষ রয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সাদেকুল ইসলাম, মোহসীনা হক, হারুন অর রশীদ, খাদিজা বেগম, মোস্তাকিম রহমান প্রমুখ।
এ সময় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘প্রক্টর থাকাকালে উপাচার্য শুচিতা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা আমি জানতাম না। আমার সন্তানেরা কেন মামলা খাবে? এ ছাড়া আমাদের একমাত্র অধ্যাপক ড. মুহসিনকে সিন্ডিকেট দিয়ে অব্যাহতি দিতেই পারে। কিন্তু যে ভাষায় তাঁকে চিঠি দিয়েছেন, তা আমরা মানতে পারছি না।’
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রয় বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ড. মুহসিন স্যারই শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছেন। আন্দোলন শেষে যিনি ভিসি হয়ে এলেন তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করলেন। অথচ আওয়ামী লীগেরও সাহস হয়নি ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার। এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে ড. শুচিতার ঘনিষ্ঠজন ড. কলিমুল্লাহ। এই কলিমুল্লাহর লোকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন উপাচার্য শুচিতা। কলিমুল্লাহ সবচেয়ে বিতর্কিত ভিসি ছিলেন। উপাচার্য বিগত সরকারের হয়ে কাজ করছেন। যে শিক্ষক-শিক্ষার্থীরা আ.লীগ সরকারের বিরুদ্ধে ছিলেন, তাঁদের হেনস্তা করছেন ভিসি। এমনকি ববির উপ-উপাচার্যকে একাডেমিক কার্যক্রম বিধি অনুযায়ী করতে দিচ্ছেন না।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্র পরামর্শ ও নির্দেশনাকেন্দ্রের পরিচালক ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান পদত্যাগ করেছেন। এর আগে আরও তিনজন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ভিসি পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫ বিভাগের শিক্ষার্থীরা।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১০ ঘণ্টা আগে