Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে মানববন্ধন হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে মানববন্ধন হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা, গবেষণাসহ সব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। উপাচার্য বাজেট সম্প্রসারণের এই দাবিনামা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে তুলে ধরবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।

শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ববিকে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো জরুরি বলে দাবি করেন। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠক ভূমিকা সরকার, আবদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘মানুষের মুখ্য লক্ষ্য হলো সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে পরিপূর্ণতা দেয় জ্ঞান আর এই জ্ঞানের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ খুবই নগন্য। তা ছাড়া গবেষণা খাতে বরাদ্দ আরও নগন্য। শিক্ষা খাতে যদি বরাদ্দ বৃদ্ধি না করা যায়, তবে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ গঠন করা সম্ভব হবে না। তাই অতি দ্রুত এই বাজেট সম্প্রসারণের দাবি জানাই।’

আরেক শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘বাজট কম হওয়ার কারণে হলের ডাইনিংগুলোতে ভর্তুকি নেই, মেডিকেলে পর্যাপ্ত ভর্তুকি নেই। যার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়। ফলে আমরা এই বাজেট বাতিল করে নতুন বাজেট পেশ করার দাবি জনাই।’ গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ববির জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পাস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, যুবদল নেতাকে ফোন করে বললেন—‘লাভ নেই’

প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট দেওয়া সেই ঊর্মি চাকরিচ্যুত

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

‘উপজেলায় এখন কী কাজ’—বলেই সাবেক মেয়রের ছেলেকে মারধর

‘আপনি তো জনপ্রতিনিধি না’ বলায় ডিসিকে প্রত্যাহার দাবিতে রাজপথে আরিফুল হক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত