নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা, গবেষণাসহ সব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। উপাচার্য বাজেট সম্প্রসারণের এই দাবিনামা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে তুলে ধরবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ববিকে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো জরুরি বলে দাবি করেন। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠক ভূমিকা সরকার, আবদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘মানুষের মুখ্য লক্ষ্য হলো সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে পরিপূর্ণতা দেয় জ্ঞান আর এই জ্ঞানের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ খুবই নগন্য। তা ছাড়া গবেষণা খাতে বরাদ্দ আরও নগন্য। শিক্ষা খাতে যদি বরাদ্দ বৃদ্ধি না করা যায়, তবে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ গঠন করা সম্ভব হবে না। তাই অতি দ্রুত এই বাজেট সম্প্রসারণের দাবি জানাই।’
আরেক শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘বাজট কম হওয়ার কারণে হলের ডাইনিংগুলোতে ভর্তুকি নেই, মেডিকেলে পর্যাপ্ত ভর্তুকি নেই। যার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়। ফলে আমরা এই বাজেট বাতিল করে নতুন বাজেট পেশ করার দাবি জনাই।’ গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ববির জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পাস করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা, গবেষণাসহ সব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। উপাচার্য বাজেট সম্প্রসারণের এই দাবিনামা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে তুলে ধরবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ববিকে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো জরুরি বলে দাবি করেন। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠক ভূমিকা সরকার, আবদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘মানুষের মুখ্য লক্ষ্য হলো সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে পরিপূর্ণতা দেয় জ্ঞান আর এই জ্ঞানের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ খুবই নগন্য। তা ছাড়া গবেষণা খাতে বরাদ্দ আরও নগন্য। শিক্ষা খাতে যদি বরাদ্দ বৃদ্ধি না করা যায়, তবে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ গঠন করা সম্ভব হবে না। তাই অতি দ্রুত এই বাজেট সম্প্রসারণের দাবি জানাই।’
আরেক শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘বাজট কম হওয়ার কারণে হলের ডাইনিংগুলোতে ভর্তুকি নেই, মেডিকেলে পর্যাপ্ত ভর্তুকি নেই। যার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়। ফলে আমরা এই বাজেট বাতিল করে নতুন বাজেট পেশ করার দাবি জনাই।’ গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ববির জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পাস করা হয়।
গ্রেপ্তার ফরিদ উদ্দিন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি। তাঁদের দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
১৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন ও চাঁদা আদায় নিয়ে বিরোধের জের ধরে বিএনপির কর্মী আব্দুল আজিজ (৩৫) হত্যার ঘটনায় দলের আরেক কর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আটক করা হয়।
২২ মিনিট আগেরাজধানী ঢাকার আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগে পড়ত খালিদ হাসান সাইফুল্লাহ (১৬)। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ইচ্ছে ছিল পড়ালেখা শেষে আইনজীবী হবে। তবে জুলাই আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে তার সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়।
১ ঘণ্টা আগেপ্রসূতি সুমি বেগম বলেন, ‘আমরা নিচ তলায় ভর্তির কার্যক্রম শেষ করে ওয়ার্ডে এলে সিকিউরিটি গার্ড আমাদের ভেতরে ঢুকতে দেননি। আমার গুরুতর অসুস্থতার কথা বারবার জানালেও তাঁরা আমার অবস্থা বুঝতে চাননি। পরে আমার প্রসব ব্যথা উঠলে বাইরেই আমার সন্তানের জন্ম হয়। এরপরে নার্সরা আসেন এবং আমাকে ভেতরে নিয়ে যান। পরে আমার
২ ঘণ্টা আগে