নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর দুই ভাইসহ ৪০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।
মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ৯ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সভা শেষে নেতা কর্মীরা চলে যায়। বিকেল অনুমান ৬টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ ম রেজাউল করিমের হুকুমে ২, ৪, ৫, ৩৯ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা করে।
আসামিরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও মালামাল লুট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী আহত হন।
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর দুই ভাইসহ ৪০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।
মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ৯ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সভা শেষে নেতা কর্মীরা চলে যায়। বিকেল অনুমান ৬টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ ম রেজাউল করিমের হুকুমে ২, ৪, ৫, ৩৯ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা করে।
আসামিরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও মালামাল লুট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী আহত হন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৩ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে