মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাসের চাপায় দুই গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আবদুর রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ আজ ভোররাতে দুজন শ্রমিক নিয়ে বের হন। দুইটি ট্রলি গাড়ির মধ্যে ২৬টি গরু বিক্রির জন্য পার্শ্ববর্তী ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টায় গরু বিক্রি শেষে মঠবাড়িয়ায় ফিরছিলেন তাঁরা। পথে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা ঢাকা থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী বনফুল পরিবহন নামের একটি বাস একটি ট্রলি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাবলীন আক্তার হিরু সিকদার ও জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে তাঁরা পাঁচ বন্ধু ইজিবাইকে করে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে যাচ্ছিলেন। এ সময় বনফুল গাড়ির চাপায় গরু ব্যাপারীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকসহ গাড়ির সহকারী ও সুপারভাইজার পলাতক রয়েছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাসের চাপায় দুই গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আবদুর রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ আজ ভোররাতে দুজন শ্রমিক নিয়ে বের হন। দুইটি ট্রলি গাড়ির মধ্যে ২৬টি গরু বিক্রির জন্য পার্শ্ববর্তী ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টায় গরু বিক্রি শেষে মঠবাড়িয়ায় ফিরছিলেন তাঁরা। পথে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা ঢাকা থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী বনফুল পরিবহন নামের একটি বাস একটি ট্রলি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাবলীন আক্তার হিরু সিকদার ও জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে তাঁরা পাঁচ বন্ধু ইজিবাইকে করে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে যাচ্ছিলেন। এ সময় বনফুল গাড়ির চাপায় গরু ব্যাপারীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকসহ গাড়ির সহকারী ও সুপারভাইজার পলাতক রয়েছেন।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
২৪ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২৮ মিনিট আগে