Ajker Patrika

নেছারাবাদে আগুনে পুড়ল ৯ বসতঘর

নেছারাবাদ প্রতিনিধি (পিরোজপুর) 
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২: ০৯
Thumbnail image

নেছারাবাদে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার ভোরে স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাছেম সরদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় বাসিন্দা মালেক মিয়া বলেন, ‘আমরা ঘুমানো ছিলাম। আনুমানিক সোয়া ৪টার সময় চিৎকার এবং আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি আগুনের লেলিহান শিখা। আগুনে ৯টি ঘর পুড়ে গেছে।’ 

অপর গ্রামবাসী রফিকুল ইসলাম বলেন, আগুনে কাঠের আড়তদার জলিল মিয়া, করাতকল মিস্ত্রি কালাম, শ্রমিক মিন্টু, রাজমিস্ত্রি জাকির, তরকারি বিক্রেতা নজরুল, পাপস বিক্রেতা খাইরুল এবং হানিফ, জাহিদ ও টিটুর ঘর পুড়ে গেছে। 

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। পরে আগুনের তীব্রতা আরও বাড়লে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাজ শুরু করে। আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত