Ajker Patrika

কলাপাড়ায় বজ্রপাতে ৩ গরুর মৃত্যু 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ১৫: ২১
Thumbnail image

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নে কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো বাইরে বেঁধে রেখেছিলাম। রাত ৩টার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা যায়। রাতে বুঝতে পারিনি, সকালে উঠে আমি দেখতে পেয়েছি। এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

চম্পাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার বলেন, ‘খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি। পরবর্তীতে তাঁর জন্য কিছু করা যায় কি না।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন বলেন, ‘আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার কার্যালয় থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত