Ajker Patrika

আগুনে পুড়েছে স্ত্রীর চিকিৎসার টাকাসহ বৃদ্ধের ঘর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০: ৩৮
আগুনে পুড়েছে স্ত্রীর চিকিৎসার টাকাসহ বৃদ্ধের ঘর

পিরোজপুরের নেছারাবাদে হোসেন মিয়া নামের এক বৃদ্ধের বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা ধার করে আনা অসুস্থ স্ত্রীর চিকিৎসার ৫০ হাজার টাকাও পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধ হোসেন মিয়া বলেন, ‘আমার কোনো ছেলে নাই। ঘরে পাঁচটি মেয়ে, তার ওপর স্ত্রী অসুস্থ। স্ত্রীর চিকিৎসার জন্য ধারদেনা করে ৫০ হাজার টাকা জোগাড় করে এনে ঘরে রেখেছিলাম। আজ স্বরূপকাঠিতে ডাক্তারের কাছে গিয়ে স্ত্রীর পরীক্ষা-নিরীক্ষা করাই। এ সময় দুপুরে ডাক্তারের কাছে বসে জানতে পারি, ঘরে আগুন লেগেছে। ছুটে এসে দেখি সব শেষ।’ 

স্থানীয়রা জানান, এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনে হোসেন মিয়ার ঘরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত