ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকস নামে একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
একই সঙ্গে সারদল এলাকার এসআরবি ব্রিকস নামক একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট নষ্ট করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।
অভিযানে নলছিটি থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফসলি জমির মাটি কেটে ভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকসের মালিককে ২ লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এসআরবি ব্রিকস নামক একটি ইটভাটার ড্রাম চিমনি নষ্ট করা হয়েছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট নষ্ট করা হয়েছে। ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঝালকাঠির নলছিটিতে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকস নামে একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
একই সঙ্গে সারদল এলাকার এসআরবি ব্রিকস নামক একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট নষ্ট করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।
অভিযানে নলছিটি থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফসলি জমির মাটি কেটে ভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকসের মালিককে ২ লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এসআরবি ব্রিকস নামক একটি ইটভাটার ড্রাম চিমনি নষ্ট করা হয়েছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট নষ্ট করা হয়েছে। ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। তবে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে বুধবার (৫ মার্চ) মধ্যরাতে স্বঘোষিত ‘তৌহিদী জনতা’ থানার সামনে ও ভেতরে অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার ঢাকার প্রধান মহানগর হাকিম...
২ মিনিট আগেআসরের নামাজ শেষ হতেই বায়তুল মোকাররম মসজিদের পূর্ব ও দক্ষিণ দিকজুড়ে শুরু হয়ে গেল মুসল্লিদের তোড়জোড়। কেউ শরবত বানাচ্ছেন, কেউ বিছিয়ে দিচ্ছেন দস্তরখানা, কেউবা তাতে রাখছেন ইফতারির থালা। সারি সারি মুসল্লি বসে যাচ্ছেন একত্রে ইফতার করার জন্য। সাউন্ডবক্সে বাজছে সুরেলা তিলাওয়াত...
৯ মিনিট আগেলাইনের গ্যাস কিংবা সিলিন্ডার—কোনো কিছুই যেন নিরাপদ নয়। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে কিছুদিন পরপর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হচ্ছে। ঘটছে প্রাণহানি। এসব দুর্ঘটনার নেপথ্যে কেউ দায়ী করেন গ্যাস পাইপের লিকেজ, আবার কেউ অসচেতনতাকে। ফায়ার সার্ভিসের বার্ষিক প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, ২০২৪ সালে গ্যাস লিকেজ..
১৩ মিনিট আগেচট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত নেজাম উদ্দিন ও আবু ছালেকের সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।
১ ঘণ্টা আগে