Ajker Patrika

রাজাপুরে জানাজা দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
Thumbnail image

ঝালকাঠির রাজাপুরে এক ব্যক্তির জানাজা দিয়ে বাড়ি ফেরার পথে মোহাম্মদ ইয়াকুব আলী মুন্সী (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মোহাম্মদ ইয়াকুব আলী মুন্সী দক্ষিণ বড়ইয়া গ্রামের বাসিন্দা। তিনি বড়ইয়া ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বার ছালমা বেগমের বাবা এবং রাজাপুর সাংবাদিক ক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ বাণী পত্রিকার রাজাপুর প্রতিনিধি আলমগীর শরীফের শ্বশুর। 

আলমগীর শরীফ বলেন, স্থানীয় আব্দুস ছোবাহান চৌকিদারের জানাজা নামাজ শেষ করে আমার শ্বশুর ধান কোলা (মাঠ) দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। 

আলমগীর শরীফ আরও বলেন, বিকেলে কাচারিবাড়ি হাট জামে মসজিদ ঈদগাহ ময়দানে বাদ আসর তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করছি। 

রাজাপুর সাংবাদিক ক্লাব গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত