পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় জেলেরা হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। এমনও হতে পারে তাঁরা সুন্দরবন এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন। নিখোঁজ ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব জেলে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। পরে ট্রলারের সঙ্গে বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
দক্ষিণ স্টেশনে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলায় খেতের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের টানা বর্ষণ ও দমকা বাতাসে ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ না করে ক্ষতির পরিমাপ বলা সম্ভব নয়।’
উপজেলা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া ২০টির মতো বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেওয়া ছিল। পাথরঘাটায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। বেড়িবাঁধের বাইরের লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে গেছে।’
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় জেলেরা হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। এমনও হতে পারে তাঁরা সুন্দরবন এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন। নিখোঁজ ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব জেলে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। পরে ট্রলারের সঙ্গে বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
দক্ষিণ স্টেশনে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলায় খেতের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের টানা বর্ষণ ও দমকা বাতাসে ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ না করে ক্ষতির পরিমাপ বলা সম্ভব নয়।’
উপজেলা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া ২০টির মতো বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেওয়া ছিল। পাথরঘাটায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। বেড়িবাঁধের বাইরের লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে গেছে।’
উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার–পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
৩১ মিনিট আগেপাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে বেধড়ক মারধর করেছেন বিএনপি নেতারা। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকে মারতে গেলে জামায়াতের...
১ ঘণ্টা আগেবরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৯ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৯ ঘণ্টা আগে