প্রতিনিধি
বাবুগঞ্জ (বরিশাল): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেকে ঘর থেকে পানির কারণে বের হতে পারছেন না। আবার অনেকের ঘরে হাঁটু সমান পানি উঠেছে। এতে সবজি ও ফসলের খেতেও অনেক ক্ষতি হয়েছে।
উপজেলার রহমতপুর, দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া, ছানি কেদারপুর, বাহেরচর, উত্তর রাকুদিয়া ও দক্ষিণ রাকুদিয়াসহ রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ, ছোট মীরগঞ্জ, দোয়ারিকাসহ অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রায় চরমভাবে বিপর্যয় দেখা দিয়েছে।
জানা গেছে, দক্ষিণ রাকুদিয়া সংলগ্ন সুগন্ধ্যা নদীর পানির কারণে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে। এতে জোয়ারের পানি বৃদ্ধিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।
কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া (নতুনচর) এলাকার শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন, 'প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি মাটির হওয়ায় ভোগান্তির শেষ নেই। ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে রাস্তাটি তলিয়ে যাবে। ফলে ঘর থেকে বের হতে হলে আমাদের নৌকার প্রয়োজন হয়।'
নূরুল ইসলাম আরও বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি নেওয়া আছে। উপজেলার ৬ ইউনিয়নে ১৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। দুর্যোগকালীন এবং পরবর্তী সময় চিকিৎসা সেবায় ৬টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।'
বাবুগঞ্জ (বরিশাল): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেকে ঘর থেকে পানির কারণে বের হতে পারছেন না। আবার অনেকের ঘরে হাঁটু সমান পানি উঠেছে। এতে সবজি ও ফসলের খেতেও অনেক ক্ষতি হয়েছে।
উপজেলার রহমতপুর, দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া, ছানি কেদারপুর, বাহেরচর, উত্তর রাকুদিয়া ও দক্ষিণ রাকুদিয়াসহ রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ, ছোট মীরগঞ্জ, দোয়ারিকাসহ অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রায় চরমভাবে বিপর্যয় দেখা দিয়েছে।
জানা গেছে, দক্ষিণ রাকুদিয়া সংলগ্ন সুগন্ধ্যা নদীর পানির কারণে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে। এতে জোয়ারের পানি বৃদ্ধিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।
কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া (নতুনচর) এলাকার শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন, 'প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি মাটির হওয়ায় ভোগান্তির শেষ নেই। ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে রাস্তাটি তলিয়ে যাবে। ফলে ঘর থেকে বের হতে হলে আমাদের নৌকার প্রয়োজন হয়।'
নূরুল ইসলাম আরও বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি নেওয়া আছে। উপজেলার ৬ ইউনিয়নে ১৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। দুর্যোগকালীন এবং পরবর্তী সময় চিকিৎসা সেবায় ৬টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।'
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০জামালপুর পৌরসভার এক কর্মচারীকে নাশকতার সন্দেহে আটকের পর তাঁর সহকর্মীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই কর্মচারীর নাম আবু খালেক। তিনি পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার হিসেবে কর্মরত। তাঁকে আজ সোমবার বেলা ২টা দিকে পৌর কার্যালয় থেকে আটকের পর বিকেল ৪টার দিকে সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
১৪ মিনিট আগেমৃত্যুর আগে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ নিজের চোখ দান করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। মৃত্যুর পর চোখ দান করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁর চোখ নেওয়া সম্ভব হয়নি।
১৮ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পার্কেসার রুদাবা সুলতানা আটক হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর কাস্টমসের একটি দল তাকে সন্দেহজনক আচরণের জন্য চ্যালেঞ্জ করে।
২৬ মিনিট আগে