Ajker Patrika

জোয়ারে বাবুগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ০২
জোয়ারে বাবুগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

বাবুগঞ্জ (বরিশাল): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেকে ঘর থেকে পানির কারণে বের হতে পারছেন না। আবার অনেকের ঘরে হাঁটু সমান পানি উঠেছে। এতে সবজি ও ফসলের খেতেও অনেক ক্ষতি হয়েছে।

উপজেলার রহমতপুর, দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া, ছানি কেদারপুর, বাহেরচর, উত্তর রাকুদিয়া ও দক্ষিণ রাকুদিয়াসহ রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ, ছোট মীরগঞ্জ, দোয়ারিকাসহ অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রায় চরমভাবে বিপর্যয় দেখা দিয়েছে।

জানা গেছে, দক্ষিণ রাকুদিয়া সংলগ্ন সুগন্ধ্যা নদীর পানির কারণে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে। এতে জোয়ারের পানি বৃদ্ধিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া (নতুনচর) এলাকার শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন, 'প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি মাটির হওয়ায় ভোগান্তির শেষ নেই। ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে রাস্তাটি তলিয়ে যাবে। ফলে ঘর থেকে বের হতে হলে আমাদের নৌকার প্রয়োজন হয়।'

নূরুল ইসলাম আরও বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি নেওয়া আছে। উপজেলার ৬ ইউনিয়নে ১৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। দুর্যোগকালীন এবং পরবর্তী সময় চিকিৎসা সেবায় ৬টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত