Ajker Patrika

মঠবাড়িয়ায় মা ও মেয়েকে তাড়িয়ে বসতবাড়ি দখলের অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়ায় মা ও মেয়েকে তাড়িয়ে বসতবাড়ি দখলের অভিযোগ

সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাসী দুলাল মিয়ার মৃত্যু হয়। এদিকে তাঁর বিধবা স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসত বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রবাসীর ভাই ও বোনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মৃত সৌদিপ্রবাসী দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর বাবা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকাকালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এরপর তাঁর ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলি আক্তার বাড়িঘর ও সম্পত্তি আত্মসাৎ করার জন্য পাঁয়তারা শুরু করেন। একপর্যায়ে আমার মা রীমা বেগমের নামে ভুয়া তালাকনামা তৈরি করে আমাদের ওপর নির্যাতন চালায়। ২০১৭ সালের ৪ নভেম্বর আমার বাবার জে. এল ৩১. গিলাবাদ মৌজার এস. এ ১৮২৯ নম্বর দাগে নির্মিত পাকা বসতবাড়ি থেকে মা ও আমাকে মারধর করে তাড়িয়ে দেয়।’

অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক জমিজমার বিষয়ে আমি আদালতে একটি বণ্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক রাহাত এ সকল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে আসছে নজরুল ইসলাম।

মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাঁদের বসতঘরে তুলে দেওয়া হয়েছিল। পরে তাঁদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত