Ajker Patrika

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

পটুয়াখালী প্রতিনিধি
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সদর থানার পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কমিটি ভলান্টিয়ার ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধীমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এ ছাড়া ‘নিকুঞ্জ সোনা ঘর’ ও ‘শ্যামল আর্ট’ নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, ‘এমন ভয়াবহ আগুন আগে কখনো দেখিনি। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতো।’

অগ্নিকাণ্ডে সবকিছু হারানো বাবুল চন্দ্র শীলের কন্যা অর্পিতা রানী শীল বলেন, ‘এই আগুন আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। আমাদের স্বপ্ন, আশ্রয় সবকিছু ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব, সেটাই বুঝতে পারছি না।’

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহের কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত