প্রতিনিধি
বরিশাল: সরকার বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ‘জঙ্গিবাদী’ আখ্যা দিয়ে ইমামকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু। এরপর তাঁকে মসজিদেই লাঞ্ছিত করেছেন মুসল্লিরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া আওফ ইবনে সালামা (রা.) (সৌদি) জামে মসজিদে।
খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবা শেষে স্বাস্থ্যবিধি বিষয়ে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের নির্দেশনা পড়ে শোনাচ্ছিলেন ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান। এ সময় মসজিদে খুতবায় ইমাম স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত করেন এবং আগের কোনো খুতবায় সরকার বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান। তিনি ইমামকে জঙ্গিবাদী ও সরকার বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন এবং হুমকিও দেন। এ ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত মুসল্লিরা। বাগ্বিতণ্ডার একপর্যায়ে মুসল্লিদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে ইমাম মুয়াজ্জিনকে দ্রুত আজান দিতে নির্দেশ দেন। পরপরই নামাজ শুরু করেন। কিন্তু বেশ কিছু মুসল্লি নামাজ না পড়েই মসজিদ ত্যাগ করেন।
এ ব্যাপারে ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমানের সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুমার নামাজের সময় ওই ঘটনার পর আছরের ওয়াক্তে স্থানীয় নেতাদের নিয়ে মসজিদে হাজির হন ভাইস চেয়ারম্যান। তিনি আমাকে মসজিদে আসতে নিষেধ করেন।
বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান দাবি করেন, ইমাম মুজিবুর রহমান জুমার খুতবায় সরকার বিরোধী এবং জঙ্গিবাদী বক্তব্য দিয়ে আসছেন। সেটির প্রতিবাদ করেন মসজিদের সভাপতি। আমি নিজেও প্রতিবাদ জানাই। এ নিয়েই মুসল্লিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
বরিশাল: সরকার বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ‘জঙ্গিবাদী’ আখ্যা দিয়ে ইমামকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু। এরপর তাঁকে মসজিদেই লাঞ্ছিত করেছেন মুসল্লিরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া আওফ ইবনে সালামা (রা.) (সৌদি) জামে মসজিদে।
খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবা শেষে স্বাস্থ্যবিধি বিষয়ে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের নির্দেশনা পড়ে শোনাচ্ছিলেন ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান। এ সময় মসজিদে খুতবায় ইমাম স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত করেন এবং আগের কোনো খুতবায় সরকার বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান। তিনি ইমামকে জঙ্গিবাদী ও সরকার বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন এবং হুমকিও দেন। এ ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত মুসল্লিরা। বাগ্বিতণ্ডার একপর্যায়ে মুসল্লিদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে ইমাম মুয়াজ্জিনকে দ্রুত আজান দিতে নির্দেশ দেন। পরপরই নামাজ শুরু করেন। কিন্তু বেশ কিছু মুসল্লি নামাজ না পড়েই মসজিদ ত্যাগ করেন।
এ ব্যাপারে ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমানের সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুমার নামাজের সময় ওই ঘটনার পর আছরের ওয়াক্তে স্থানীয় নেতাদের নিয়ে মসজিদে হাজির হন ভাইস চেয়ারম্যান। তিনি আমাকে মসজিদে আসতে নিষেধ করেন।
বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান দাবি করেন, ইমাম মুজিবুর রহমান জুমার খুতবায় সরকার বিরোধী এবং জঙ্গিবাদী বক্তব্য দিয়ে আসছেন। সেটির প্রতিবাদ করেন মসজিদের সভাপতি। আমি নিজেও প্রতিবাদ জানাই। এ নিয়েই মুসল্লিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০জামালপুর পৌরসভার এক কর্মচারীকে নাশকতার সন্দেহে আটকের পর তাঁর সহকর্মীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই কর্মচারীর নাম আবু খালেক। তিনি পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার হিসেবে কর্মরত। তাঁকে আজ সোমবার বেলা ২টা দিকে পৌর কার্যালয় থেকে আটকের পর বিকেল ৪টার দিকে সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
৮ মিনিট আগেমৃত্যুর আগে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ নিজের চোখ দান করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। মৃত্যুর পর চোখ দান করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁর চোখ নেওয়া সম্ভব হয়নি।
১২ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পার্কেসার রুদাবা সুলতানা আটক হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর কাস্টমসের একটি দল তাকে সন্দেহজনক আচরণের জন্য চ্যালেঞ্জ করে।
২০ মিনিট আগে