নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।
গ্রেপ্তার ব্যক্তির নাম–মো. শাকিল আহমেদ, তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
আজ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাকির হোসেন মজুমদার বলেন, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মো. তরিকুল ইসলাম রনি (৩৪) নামে এক ভুক্তভোগী কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতারক মো. শাকিল আহমেদ নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে করপোরেশনের লাইসেন্স শাখার সুপারভাইজার পদে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এভাবে বিভিন্ন কিস্তিতে নগদ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মো. তরিকুল ইসলাম রনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবিতে মামলাটি স্থানান্তরের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে প্রতারক মো. শাকিল আহমেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার অনেকেই ডিবি পুলিশের কার্যালয়ে যোগাযোগ করে জানান, প্রতারক নিজেকে কখনো প্রধান মন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, কখনো নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
জিজ্ঞাসাবাদে প্রতারক তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা বের করার জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।
গ্রেপ্তার ব্যক্তির নাম–মো. শাকিল আহমেদ, তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
আজ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাকির হোসেন মজুমদার বলেন, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মো. তরিকুল ইসলাম রনি (৩৪) নামে এক ভুক্তভোগী কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতারক মো. শাকিল আহমেদ নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে করপোরেশনের লাইসেন্স শাখার সুপারভাইজার পদে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এভাবে বিভিন্ন কিস্তিতে নগদ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মো. তরিকুল ইসলাম রনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবিতে মামলাটি স্থানান্তরের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে প্রতারক মো. শাকিল আহমেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার অনেকেই ডিবি পুলিশের কার্যালয়ে যোগাযোগ করে জানান, প্রতারক নিজেকে কখনো প্রধান মন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, কখনো নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
জিজ্ঞাসাবাদে প্রতারক তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা বের করার জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করে পুলিশ।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের মাঠটি বর্তমানে চরম অব্যবস্থাপনা, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। একসময় যেখানে শিক্ষার্থীদের কোলাহল, ফুটবল-ক্রিকেটের উচ্ছ্বাসে মুখর থাকত মাঠটি, আজ সেখানে শুধুই জমে থাকা পানি, কাদা আর...
২৫ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন কসবার মঈনপুর বিওপির বিজিবি ও ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায়...
৩৫ মিনিট আগেআজ শনিবার দুপুর সোয়া ১২টায় শহীদ মিনারের সপ্তম দিনের অবস্থান কর্মসূচি থেকে মিছিল শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। দুপুর সাড়ে ১২টায় কদম ফোয়ারার সামনে অবস্থান নেন তাঁরা। সেখানে তাঁদের সঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অংশ নেন।
৩৭ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামের এক প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে পৌর শহরের ঘোড়াঘাট রোডে ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ এই ঘটনা ঘটে। প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে হামলা...
২ ঘণ্টা আগে