Ajker Patrika

ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে গায়ে পোস্টার লাগিয়ে ব্যাংক কর্মকর্তার প্রতিবাদ 

পটুয়াখালী প্রতিনিধি
ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে গায়ে পোস্টার লাগিয়ে ব্যাংক কর্মকর্তার প্রতিবাদ 

দ্রব্যমূল্য, ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে পটুয়াখালীতে গায়ে পোস্টার লাগিয়ে ঘুরছেন এক ব্যাংক কর্মকর্তা। আজ শনিবার শহরের নিউমার্কেটসহ বিভিন্ন বাজারে তাঁকে ঘুরতে দেখা যায়। 

ওই ব্যাংক কর্মকর্তার নাম গোলাম কবির ফরাজী, শহরের গার্লস স্কুল রোডে দুই সন্তান–স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকেন। তিনি ইংলিশে অনার্স–মাস্টার্স শেষে ব্যাংকের চাকরিতে যোগ দেন। বর্তমানে পটুয়াখালী রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। 

আজ সকালে শহরের নিউমার্কেটসহ বিভিন্ন বাজারে নিজের বুকে ‘ঘুষখোর দুর্নীতিবাজ জারজরা, চড়া দামে বেশি জিনিস কিনবি না, বেশি কিনে বাজার চড়া করবি না।’ হাতে লেখা পোস্টার ঝুলিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করতে তাকে দেখা যায়। এ সময় তার গলায় ঝোলানো লেখা দেখে বাজারের বিভিন্ন ক্রেতা তাকে ধন্যবাদ জানান এবং ছবি তোলেন। 

এ সময় ব্যাংক কর্মকর্তা গোলাম কবির ফরাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই একজন প্রতিবাদী মানুষ, আমাদের মতো সাধারণ মানুষদের জীবনযাপনে সৎ পথে থাকা অনেক কষ্টের। ঘুষখোর ও দুর্নীতিবাজরা এই সমাজব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। এ জন্য আমি তাদের বিরুদ্ধে আমার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু প্রতিবাদ জানাচ্ছি।’ 

পটুয়াখালী নিউমার্কেট বাজারে ব্যাংক কর্মকর্তাহাসান মাহবুব নামে নিউমার্কেট বাজারের এক ক্রেতা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি কারণে আজ সাধারণ মানুষের জীবনযাপন খুব কঠিন হয়ে পড়েছে। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বুকের সঙ্গে পোস্টার লাগিয়ে ঘুরছেন। আমি তার এই উদ্যোগকে স্বাগত জানাই।’ 

চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি ফরহাদ জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের এই ভাইয়ের মতো সবার প্রতিবাদ করা উচিত, কারণ ওদের বিতাড়িত করার এখনই সময়। আর এ রকম প্রতিবাদী মানুষ আমাদের সমাজ ব্যবস্থায় থাকা খুবই জরুরি। আমি মনে করি, তার এই স্লোগানটা অনেক বড় একটি মেসেজ আমাদের সমাজব্যবস্থার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত