Ajker Patrika

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠির সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কাওসার সিকদার (৩০)। তিনি শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

আজ রোববার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দালাল সন্দেহে তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাইফুল ইসলাম আরও বলেন, আমাদের টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে অবস্থান নেয়। পরবর্তীকালে পাসপোর্ট অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদরা অতিরিক্ত টাকার মাধ্যমে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলেন এবং এর সঙ্গে এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্র থাকার কথাও জানান। আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত