পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে পৈতৃক জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শহিদুল ইসলাম নামের এক ভুক্তভোগী। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
শহিদুল ইসলাম উপজেলার শিয়ালকাঠি গ্রামের বুরজুক আলী হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমি আমার পৈতৃক জমিতে একটি নতুন ভবন তুলতে গেলে জমির মালিকানা দাবি করে প্রতিবেশী শাহনাজ পারভীন, শেফালী বেগম, হুমায়ূন কবির, রিনা বেগম, সীমা বেগম এবং কবির খান বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে আমাকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। এরপর আমি ঘর তোলার কাজ অব্যাহত রাখলে অভিযুক্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়। এরপর আমিও ইউএনওর কাছে আরেকটি অভিযোগ দেই। পরবর্তীতে অভিযুক্তরা পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে এবং সে মামলার ভিত্তিতে আদালত ঘর নির্মাণের স্থলে ১৪৪ ধারা জারি করে নির্মাণ কাজ বন্ধের আদেশ দেন।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা নির্মাণাধীন ঘরটি ভেঙে ফেলে। এ সময় তারা অস্থায়ীভাবে নির্মিত একটি ঘরও ভেঙে ফেলে যেখানে আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে বাস করছিলাম। অভিযুক্তরা সেখানে থাকা ঘরের টিনও লুট করে নিয়ে যায়।’
বর্তমানে অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শহিদুল ইসলাম।
পিরোজপুরের কাউখালীতে পৈতৃক জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শহিদুল ইসলাম নামের এক ভুক্তভোগী। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
শহিদুল ইসলাম উপজেলার শিয়ালকাঠি গ্রামের বুরজুক আলী হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমি আমার পৈতৃক জমিতে একটি নতুন ভবন তুলতে গেলে জমির মালিকানা দাবি করে প্রতিবেশী শাহনাজ পারভীন, শেফালী বেগম, হুমায়ূন কবির, রিনা বেগম, সীমা বেগম এবং কবির খান বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে আমাকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। এরপর আমি ঘর তোলার কাজ অব্যাহত রাখলে অভিযুক্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়। এরপর আমিও ইউএনওর কাছে আরেকটি অভিযোগ দেই। পরবর্তীতে অভিযুক্তরা পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে এবং সে মামলার ভিত্তিতে আদালত ঘর নির্মাণের স্থলে ১৪৪ ধারা জারি করে নির্মাণ কাজ বন্ধের আদেশ দেন।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা নির্মাণাধীন ঘরটি ভেঙে ফেলে। এ সময় তারা অস্থায়ীভাবে নির্মিত একটি ঘরও ভেঙে ফেলে যেখানে আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে বাস করছিলাম। অভিযুক্তরা সেখানে থাকা ঘরের টিনও লুট করে নিয়ে যায়।’
বর্তমানে অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শহিদুল ইসলাম।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৫ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৮ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৩ মিনিট আগে