Ajker Patrika

ঈদের আগে লকডাউন শিথিল করার কথা ভাবছে সরকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭: ১৩
ঈদের আগে লকডাউন শিথিল করার কথা ভাবছে সরকার: ওবায়দুল কাদের

বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তাভাবনা করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

তবে জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন কিছুটা শিথিল করার কথাও ভাবছে বলে জানান তিনি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার আহ্বান জানান।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি দলীয়ভাবে ভাসমান মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের এর আগে রংপুর সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। এসময় তিনি বলেন, সামনে ঈদ ও বর্ষাকাল, চলমান লকডাউনে সড়ক ফাঁকা থাকায় এখনই সড়ক মেরামত করার উপযুক্ত সময়।

বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এসময় তিনি আরো বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষক ও কৃষাণি সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য কৃষকলীগের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। গতবারের মতো এবারও কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের বিধিনিষেধ চলছে । শিল্পকারখানা খোলা রেখে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে তা ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। তবে এই সময় গণপরিবহন ও দোকানপাট-শপিংমল খুলে দেওয়ায় এই করোনা বিধিনিষেধ কার্যকর হয়নি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত