নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। গত ১১ এপ্রিল প্রকাশিত সেই প্রজ্ঞাপনে জারি করা শর্তগুলো এবারের প্রজ্ঞাপনের সঙ্গে অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করেছিলো বেবিচক। তবে, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি শ্রমিকদের রপ্তানির বিষয়টি চিন্তা করে গত ১৭ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের ৪টি গন্তব্য এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও ৭ দিনের জন্য স্থাগিত করা হয়েছে। তবে শ্রমিক পরিবহনে বাংলাদেশ থেকে পাঁচ গন্তব্যে যে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে তা চলতে থাকবে।
গতবছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ব্যতীত সকল ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এর পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ আছে। ইউরোপীয় দেশ ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।
ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। গত ১১ এপ্রিল প্রকাশিত সেই প্রজ্ঞাপনে জারি করা শর্তগুলো এবারের প্রজ্ঞাপনের সঙ্গে অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করেছিলো বেবিচক। তবে, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি শ্রমিকদের রপ্তানির বিষয়টি চিন্তা করে গত ১৭ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের ৪টি গন্তব্য এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও ৭ দিনের জন্য স্থাগিত করা হয়েছে। তবে শ্রমিক পরিবহনে বাংলাদেশ থেকে পাঁচ গন্তব্যে যে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে তা চলতে থাকবে।
গতবছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ব্যতীত সকল ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এর পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ আছে। ইউরোপীয় দেশ ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
২ ঘণ্টা আগে