Ajker Patrika

বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, অনেকে আহত

আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৬: ১০
বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, অনেকে আহত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে তারা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশের সঙ্গে অ্যাকশনে যোগ দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও।

জানা গেছে, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠন। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেরও মুসল্লিদের দিকে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়। মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে।

গেটের বাইরে অবস্থান নিয়ে পুলিশ মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে গণমাধ্যম কর্মীসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত