Ajker Patrika

বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল: মোদি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১: ৩৭
বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল: মোদি

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মোদি জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তার। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।

মোদি বলেন,  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।   বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যগ্রহ আন্দোলন করতে গিয়ে জেলে যাওয়ার মতো পরিস্থিতি আমার জন্য তৈরি হয়েছিল।  

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে মুজিব কোট পড়ে জাতীয় প্যারেড স্কয়ারে প্রবেশ করেন মোদি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সেনাদের অবদানের কথা স্মরণ করে মোদি বলেন, এই মহান জাতির যে সব সেনারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা কখনো ভুলবো না। পাশাপাশি যে সব ভারতীয় সেনারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন; তাঁদের আত্মত্যাগও আমরা কখনো ভুলবো না।

 নরেন্দ্র মোদি আরও বলেন, বাংলাদেশ এবং ভারতের গণতন্ত্র নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে ।  উভয় দেশরই একসঙ্গে চলা এই অঞ্চলের অগ্রগতির জন্য প্রয়োজন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদিনের সফরে আজ শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার  এই সফরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত