Ajker Patrika

আল আকসার হামলায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২১, ২২: ৪০
আল আকসার হামলায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ঢাকা: আল আকসা মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ ও নিরীহ নাগরিকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এতে জানানো হয়, ফিলিস্তিনের শেখ জাররাহ হতে ফিলিস্তিনদের সরিয়ে দেওয়ার সময়ে দখলদার ইসরাইলি বাহিনী এ হামলা চালায়। যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী হামলার ইতি টানতে টেকসই ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানায় বাংলাদেশ। প্রাক ১৯৬৭ সালের সীমান্ত এবং পূর্ব জেরুজালেম রাজধানী হিসেবে দুই রাষ্ট্র সমাধান ধরে বাংলাদেশ আবারও তার অবস্থান পুণঃব্যক্ত করলো।

উল্লেখ্য, ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় এই সহিংসতার ঘটনা ঘটল।

জানা গেছে, আজ সোমবার পশ্চিম তীরের শেখ জাররাহ গ্রামটি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলের সুপ্রিমকোর্টে শুনানি হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন জানায়, যদি গ্রামটি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ দেওয়া এবং তা বাস্তবায়ন করা হয়, তবে আন্তর্জাতিক আইন অনুসারে ইসরাইল তার বাধ্যবাধকতা লঙ্ঘন করবে।

১৯৫৬ সাল থেকে গ্রামটির ২৭টি বাড়িতে ৩৭ ফিলিস্তিনি পরিবার বসবাস করে আসছেন। তাদের মধ্যে ২৮টি শরণার্থী পরিবার ১৯৪৮ সালে জাফা ও হাইফায় জাতিগত শুদ্ধি অভিযানের মুখে এই গ্রামে এসে আশ্রয় নিয়েছিল ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত