একাত্তরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকা পৌঁছেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান। বেলা ১২টা ১০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে অর্জুন গাছের একটি চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত টুইট করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং অর্জনের চারা রোপণের ছবি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোদি জাতীয় স্মৃতিসৌধে যান।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন নরেন্দ্র মোদি। সবশেষে বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।
করোনা মহামারী শুরুর পর এটিই নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুন ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
একাত্তরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকা পৌঁছেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান। বেলা ১২টা ১০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে অর্জুন গাছের একটি চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত টুইট করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং অর্জনের চারা রোপণের ছবি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোদি জাতীয় স্মৃতিসৌধে যান।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন নরেন্দ্র মোদি। সবশেষে বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।
করোনা মহামারী শুরুর পর এটিই নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুন ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
চার কোটি টাকা চাঁদাবাজি ও অস্ত্র আইনে করা দুটি মামলায় যশোরের নওয়াপাড়ার পদ স্থগিত হওয়া বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে অভয়নগর আমলি আদালতের বিচারক জুবাইদা রওশন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৮ মিনিট আগেময়মনসিংহের গফরগাঁও বিএনপির আহ্বায়ক প্রয়াত নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে যশরা ইউনিয়নের ভারইল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বাড়িতে কেউ ছিলেন না। তাই অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাওয়া যায়নি।
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের হুমকির পর সংগীত ব্যান্ড আর্টসেল এতে অংশ নিচ্ছে না।
২৪ মিনিট আগেমান্দায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎ করে বেড়ে গেছে আত্রাই নদের পানি। আজ শুক্রবার বেলা ৩টায় নদের জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪০ মিটার। এতে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদের পানি।
২৮ মিনিট আগে