Ajker Patrika

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

একাত্তরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকা পৌঁছেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান। বেলা ১২টা ১০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে অর্জুন গাছের একটি চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত টুইট করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং অর্জনের চারা রোপণের ছবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোদি জাতীয় স্মৃতিসৌধে যান।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন নরেন্দ্র মোদি। সবশেষে বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

করোনা মহামারী শুরুর পর এটিই নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুন ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত