
জয়ী হবার জোরটা নিয়া চোখ রেখেছি অস্ট্রেলিয়া। সাজলো ক্রিকেট জমলো ক্রিকেট গ্যালারিতে হর্ষধ্বনি, লাল-সবুজে টাইগার দল বাংলাদেশের চোখের মণি।

যতবার যাই দূরে সরে একা ডেকে নিয়ো তুমি কাছে, তোমার দু’চোখে আমার কিছু দুঃখ জমা আছে। নির্জন কোনো দুপুরের মতো হাহাকার জাগে বুকে, শত বেদনার ফুল ফুটে আছে অভিমানী নতমুখে।

অপেক্ষায় ছিল সকাল না চাইতেই দুপুর এসে গেল বিকেলকে বলে রাখি ইশারায় তুমি দেরি করে এসো… বহুদিন পর দুপুরটাকে বেঁধেছি ভোরের স্নিগ্ধতায়!

নদীতে ঝাঁপ দিয়ে মরার চেয়ে আত্মহত্যার আরও কোনো সহজতর উপায় আছে কি না, তা জানতে গুগল করেছিল মেয়েটি।