মেহেদী ধ্রুব
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
আমার চোখ, আমার কণ্ঠস্বর
আমার নিশ্বাস অনুবাদ করো।
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
আমার নাড়ির দিকে দেখো
দেখো কোনখানে পোঁতা আছে
আশ্চর্য সেই ধন।
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
বিয়োগ চিহ্নের দিকে দেখো
দেখো ধ্বংসস্তূপে নড়ে ওঠে
দুটি পাতা, একটি কুড়ি
রক্তের মতো টকটকে সবুজ!
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
আমার চোখ, আমার কণ্ঠস্বর
আমার নিশ্বাস অনুবাদ করো।
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
আমার নাড়ির দিকে দেখো
দেখো কোনখানে পোঁতা আছে
আশ্চর্য সেই ধন।
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
বিয়োগ চিহ্নের দিকে দেখো
দেখো ধ্বংসস্তূপে নড়ে ওঠে
দুটি পাতা, একটি কুড়ি
রক্তের মতো টকটকে সবুজ!
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৭ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৭ দিন আগে