তারিক সুজাত
১.
অপেক্ষায় ছিল সকাল
না চাইতেই দুপুর এসে গেল
বিকেলকে বলে রাখি ইশারায়
তুমি দেরি করে এসো…
বহুদিন পর
দুপুরটাকে বেঁধেছি ভোরের স্নিগ্ধতায়!
২.
রোদ,
তুমি কতটা পুড়েছো
বোঝেনি বিহ্বল সকাল!
কাল নিরবধি–
দুপুর গড়িয়ে গেল,
সন্ধ্যা আসন্ন…
অথচ সকাল
শূন্যতার আঙুল ছুঁয়ে
এখনো প্রতীক্ষায়;
দুপুর দুপুর
তুমি কি পথ হারিয়েছো?
১.
অপেক্ষায় ছিল সকাল
না চাইতেই দুপুর এসে গেল
বিকেলকে বলে রাখি ইশারায়
তুমি দেরি করে এসো…
বহুদিন পর
দুপুরটাকে বেঁধেছি ভোরের স্নিগ্ধতায়!
২.
রোদ,
তুমি কতটা পুড়েছো
বোঝেনি বিহ্বল সকাল!
কাল নিরবধি–
দুপুর গড়িয়ে গেল,
সন্ধ্যা আসন্ন…
অথচ সকাল
শূন্যতার আঙুল ছুঁয়ে
এখনো প্রতীক্ষায়;
দুপুর দুপুর
তুমি কি পথ হারিয়েছো?
‘ও তোর মনের মানুষ এলে দ্বারে, মন যখন জাগলি না রে’ অথবা, ‘এবার তোর মারা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরী’ গানগুলো শুনলে মনে হয় এ যেন কোনো বাউল প্রাণেরই আর্তনাদ। অথচ এ গান কোনো আখড়াই বা গৃহবাউলের গান নয়। এ গান এক সম্ভ্রান্ত জমিদার পুত্রের, এ গান রবি ঠাকুরের, রবি বাউলের।
৪ দিন আগেরবীন্দ্রনাথই তো শিশুতীর্থ কবিতায় একদা লিখেছিলেন, ‘ভয় নেই ভাই, মানবকে মহান বলে জেনো!’ পরক্ষণেই বলেছেন, ‘পশুশক্তিই আদ্যাশক্তি পশুশক্তিই শাশ্বত!’ বলেছেন, ‘সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক!’
৫ দিন আগেজার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
১৫ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
১৮ দিন আগে