Ajker Patrika

প্রাচীন প্রাচীর

সাদাত হোসাইন
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০: ১৮
Thumbnail image


আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে 
শিউলী ফুল, অথচ গন্ধ ছড়াবে রাফ্লেশিয়া
অলকানন্দা নামের যে নদী, সেও শুকিয়ে যাবে 
আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা! 

আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে
স্মৃতির সৌধ। জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ
আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা
কিংবা দিগন্তরেখার মতো। দূর থেকে দূরে। আরও দূরে।
আমাদের আর কখনোই দেখা হবে না। কথা হবে না। 

প্রাচীন রোম, গ্রিস, মেসোপটেমিয়া 
কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন, 
সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে 
সময়ের অমোঘ আলখাল্লা 
বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো 
নেমে আসতে থাকবে অন্ধকার। 
আমাদের দগদগে বেদনার ক্ষত 
হয়ে উঠতে থাকবে ক্রম ক্ষয়িষ্ণু দাগ। 
আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া 
প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি, নির্বাক। 

আমাদের আর কখনো দেখা হবে না 
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে 
পুরোনো আতরের ঘ্রাণ, টুকরো হৃদয়, অনন্ত বিচ্ছেদ
আর ক্রমশই জেগে উঠতে থাকবে 
অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর!

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত