সাদাত হোসাইন
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
শিউলী ফুল, অথচ গন্ধ ছড়াবে রাফ্লেশিয়া
অলকানন্দা নামের যে নদী, সেও শুকিয়ে যাবে
আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা!
আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে
স্মৃতির সৌধ। জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ
আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা
কিংবা দিগন্তরেখার মতো। দূর থেকে দূরে। আরও দূরে।
আমাদের আর কখনোই দেখা হবে না। কথা হবে না।
প্রাচীন রোম, গ্রিস, মেসোপটেমিয়া
কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন,
সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে
সময়ের অমোঘ আলখাল্লা
বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো
নেমে আসতে থাকবে অন্ধকার।
আমাদের দগদগে বেদনার ক্ষত
হয়ে উঠতে থাকবে ক্রম ক্ষয়িষ্ণু দাগ।
আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া
প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি, নির্বাক।
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
পুরোনো আতরের ঘ্রাণ, টুকরো হৃদয়, অনন্ত বিচ্ছেদ
আর ক্রমশই জেগে উঠতে থাকবে
অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর!
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
শিউলী ফুল, অথচ গন্ধ ছড়াবে রাফ্লেশিয়া
অলকানন্দা নামের যে নদী, সেও শুকিয়ে যাবে
আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা!
আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে
স্মৃতির সৌধ। জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ
আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা
কিংবা দিগন্তরেখার মতো। দূর থেকে দূরে। আরও দূরে।
আমাদের আর কখনোই দেখা হবে না। কথা হবে না।
প্রাচীন রোম, গ্রিস, মেসোপটেমিয়া
কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন,
সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে
সময়ের অমোঘ আলখাল্লা
বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো
নেমে আসতে থাকবে অন্ধকার।
আমাদের দগদগে বেদনার ক্ষত
হয়ে উঠতে থাকবে ক্রম ক্ষয়িষ্ণু দাগ।
আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া
প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি, নির্বাক।
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
পুরোনো আতরের ঘ্রাণ, টুকরো হৃদয়, অনন্ত বিচ্ছেদ
আর ক্রমশই জেগে উঠতে থাকবে
অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর!
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
৭ দিন আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
১৫ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
১৬ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫