অনলাইন ডেস্ক
রাজনৈতিক পটপরিবর্তনের ছায়া পড়েছে দেশের শিল্পাঙ্গনেও। শিল্পকলার বিভিন্ন শাখা চর্চার প্রাণকেন্দ্র শিল্পকলা একাডেমিতে চলছিল অস্থিরতা ও কিছুটা স্থবিরতা। সেই অবস্থা কাটিয়ে উঠতে সচেষ্ট হয়েছে কর্তৃপক্ষ। তার অংশ হিসেবে চলছে নানা কার্যক্রম। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একাডেমির শিল্পীরা গতকাল শনিবার সন্ধ্যায় ‘অ্যাক্রোবেটিক শো’ দিয়ে দর্শকদের মুগ্ধ করলেন। একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এই আয়োজন করে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উল্লেখ করলেন এ দেশের মহুয়ার পালায় থাকা দড়াবাজি খেলার কথা। চীনের বিখ্যাত অ্যাক্রোবেটিক কসরতটি যে বাংলাদেশেও ঐতিহ্য হিসেবে চলে আসছে বহু বছর ধরে, তিনি মনে করিয়ে দিলেন সে কথা।
সৈয়দ জামিল আহমেদ বললেন, ‘মহুয়ার পালায় এই দড়াবাজির কথা উল্লেখ করা হয়েছে। মহুয়ার পালায় তিনটি প্রধান চরিত্র। নদের চাঁদ, মহুয়া, হোমরা বেদে। হোমরা বেদে ও তার দল ধলু নদের তীরে অবস্থিত কাঞ্চনপুর গ্রাম থেকে মহুয়াকে ছয় মাস বয়সে অপহরণ করে। মহুয়া বড় হয়ে ওঠে এক সুদক্ষ দড়াবাজ হিসেবে।
জামিল আহমেদ বলেন, ‘দ্বিজ কানাইয়ের লেখা মহুয়ার পালায় যে দূরবর্তী স্থানের কথা উল্লেখ করা হয়েছে, তা হতে পারে চীন দেশ। তবে এই দেশেও এই দড়াবাজি কসরতের ইতিহাস বেশ পুরোনো। আবহমান বাংলায় কয়েক শ বছর ধরেই দড়াবাজি জনপ্রিয় ছিল। মহুয়া যদি ধারণামতে ১৬৫০ সালেই লেখা হয়ে থাকে, তাহলে দড়াবাজি নিশ্চয়ই তার আগে থেকে আছে। আজ তার অবশিষ্টাংশ কোথাও হয়তো জীর্ণ অবস্থায় টিকে আছে। তা ছাড়া, ব্রিটিশ আমলে জনপ্রিয় হয়েছিল বাঘ, হাতি, ভল্লুকসহ সার্কাস। আজ তা দেখাই যায় না প্রায়।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক চীন ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান বাংলাদেশের লুপ্তপ্রায় এই ঐতিহ্যকে পুনরুদ্ধারে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি আশা প্রকাশ করেন, দড়াবাজি বাংলাদেশে তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে।
গতকালের অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে দেখানো হয়—রোপ রাউন্ড বিল; অ্যারিয়েল হুপ; ব্ল্যাঙ্কেট ব্যালেন্স; ব্যারেল ব্যালেন্স; চেয়ার সেটিং; মাউন স্কিল; দিয়াবো ব্যালেন্স; ফায়ার/ব্যাম্প; রিং ড্যান্স; রোলার ব্যালেন্স; রিং জাম্প ও সৌদিয়াও ইত্যাদি নামের কৌশল।
রাজনৈতিক পটপরিবর্তনের ছায়া পড়েছে দেশের শিল্পাঙ্গনেও। শিল্পকলার বিভিন্ন শাখা চর্চার প্রাণকেন্দ্র শিল্পকলা একাডেমিতে চলছিল অস্থিরতা ও কিছুটা স্থবিরতা। সেই অবস্থা কাটিয়ে উঠতে সচেষ্ট হয়েছে কর্তৃপক্ষ। তার অংশ হিসেবে চলছে নানা কার্যক্রম। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একাডেমির শিল্পীরা গতকাল শনিবার সন্ধ্যায় ‘অ্যাক্রোবেটিক শো’ দিয়ে দর্শকদের মুগ্ধ করলেন। একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এই আয়োজন করে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উল্লেখ করলেন এ দেশের মহুয়ার পালায় থাকা দড়াবাজি খেলার কথা। চীনের বিখ্যাত অ্যাক্রোবেটিক কসরতটি যে বাংলাদেশেও ঐতিহ্য হিসেবে চলে আসছে বহু বছর ধরে, তিনি মনে করিয়ে দিলেন সে কথা।
সৈয়দ জামিল আহমেদ বললেন, ‘মহুয়ার পালায় এই দড়াবাজির কথা উল্লেখ করা হয়েছে। মহুয়ার পালায় তিনটি প্রধান চরিত্র। নদের চাঁদ, মহুয়া, হোমরা বেদে। হোমরা বেদে ও তার দল ধলু নদের তীরে অবস্থিত কাঞ্চনপুর গ্রাম থেকে মহুয়াকে ছয় মাস বয়সে অপহরণ করে। মহুয়া বড় হয়ে ওঠে এক সুদক্ষ দড়াবাজ হিসেবে।
জামিল আহমেদ বলেন, ‘দ্বিজ কানাইয়ের লেখা মহুয়ার পালায় যে দূরবর্তী স্থানের কথা উল্লেখ করা হয়েছে, তা হতে পারে চীন দেশ। তবে এই দেশেও এই দড়াবাজি কসরতের ইতিহাস বেশ পুরোনো। আবহমান বাংলায় কয়েক শ বছর ধরেই দড়াবাজি জনপ্রিয় ছিল। মহুয়া যদি ধারণামতে ১৬৫০ সালেই লেখা হয়ে থাকে, তাহলে দড়াবাজি নিশ্চয়ই তার আগে থেকে আছে। আজ তার অবশিষ্টাংশ কোথাও হয়তো জীর্ণ অবস্থায় টিকে আছে। তা ছাড়া, ব্রিটিশ আমলে জনপ্রিয় হয়েছিল বাঘ, হাতি, ভল্লুকসহ সার্কাস। আজ তা দেখাই যায় না প্রায়।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক চীন ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান বাংলাদেশের লুপ্তপ্রায় এই ঐতিহ্যকে পুনরুদ্ধারে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি আশা প্রকাশ করেন, দড়াবাজি বাংলাদেশে তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে।
গতকালের অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে দেখানো হয়—রোপ রাউন্ড বিল; অ্যারিয়েল হুপ; ব্ল্যাঙ্কেট ব্যালেন্স; ব্যারেল ব্যালেন্স; চেয়ার সেটিং; মাউন স্কিল; দিয়াবো ব্যালেন্স; ফায়ার/ব্যাম্প; রিং ড্যান্স; রোলার ব্যালেন্স; রিং জাম্প ও সৌদিয়াও ইত্যাদি নামের কৌশল।
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
১৮ ঘণ্টা আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
৯ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
৯ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫