চেক লেখক ও ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। ব্রনোর মোরাভিয়ান লাইব্রেরির সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (মঙ্গলবার) প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন।’ বলেন মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আনা মোরাজোভা।
কুন্ডেরা চেক শহর ব্রুনোতে জন্ম নেন ১৯২৯ সালে। বাবা ছিলেন পিয়ানোবাদক। তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। চেকোস্লাভাকিয়ায় ১৯৬৮ সালে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদ করায় দেশে সমালোচনার মুখে পড়েন। ১৯৭৫ সালে পাড়ি জমান ফ্রান্সে। গত প্রায় পাঁচ দশক ছিলেন সেখানেই।
জীবনে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন মিলান কুন্ডেরা। তিনি বিশ্বাস করতেন তাঁর কাজের মাধ্যমেই লেখক কথা বলবেন। তাঁর প্রথম বই, ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। যেখানে কমিউনিস্ট শাসনের চিত্র ফুটে ওঠে। কমিউনিস্ট পার্টির সদস্য থেকে ভিন্ন পথে হাঁটায় প্রথম পদক্ষেপ বলা যায় একে। বইটি চেকোশ্লাভাকিয়ায় নিষিদ্ধ হয়।
২০১৯ সালে কুন্ডেরার চেক নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়। এ বছরের এপ্রিলে জন্মস্থান ব্রনোতে মোরাভিয়ান লাইব্রেরিতে প্রতিষ্ঠিত হয় মিলান কুন্ডেরা লাইব্রেরি।
তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আরও আছে দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং, লাফেবল লাভস, আইডেন্টি, ইগনরেন্স প্রভৃতি।
চেক লেখক ও ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। ব্রনোর মোরাভিয়ান লাইব্রেরির সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (মঙ্গলবার) প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন।’ বলেন মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আনা মোরাজোভা।
কুন্ডেরা চেক শহর ব্রুনোতে জন্ম নেন ১৯২৯ সালে। বাবা ছিলেন পিয়ানোবাদক। তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। চেকোস্লাভাকিয়ায় ১৯৬৮ সালে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদ করায় দেশে সমালোচনার মুখে পড়েন। ১৯৭৫ সালে পাড়ি জমান ফ্রান্সে। গত প্রায় পাঁচ দশক ছিলেন সেখানেই।
জীবনে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন মিলান কুন্ডেরা। তিনি বিশ্বাস করতেন তাঁর কাজের মাধ্যমেই লেখক কথা বলবেন। তাঁর প্রথম বই, ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। যেখানে কমিউনিস্ট শাসনের চিত্র ফুটে ওঠে। কমিউনিস্ট পার্টির সদস্য থেকে ভিন্ন পথে হাঁটায় প্রথম পদক্ষেপ বলা যায় একে। বইটি চেকোশ্লাভাকিয়ায় নিষিদ্ধ হয়।
২০১৯ সালে কুন্ডেরার চেক নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়। এ বছরের এপ্রিলে জন্মস্থান ব্রনোতে মোরাভিয়ান লাইব্রেরিতে প্রতিষ্ঠিত হয় মিলান কুন্ডেরা লাইব্রেরি।
তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আরও আছে দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং, লাফেবল লাভস, আইডেন্টি, ইগনরেন্স প্রভৃতি।
গতবছরের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা নানা জায়গা থেকে একাত্মতা প্রকাশ করেছিলেন, কেউ সরাসরি আন্দোলনে যোগ দিতে দেশে এসেছিলেন, কেউ বা বিদেশ থেকেই আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। প্রবাসীদের এমন ভূমিকা
১ দিন আগেচোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
৯ দিন আগেবাংলা সাহিত্যের শক্তিমান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে সম্মান জানাতে গুলশানে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১৫ দিন আগেকাচের আচ্ছাদনের ভেতর অনেক পুরোনো একটা ডায়েরি। তার একটি পাতা মেলে ধরা। পাতাটিতে লেখা রয়েছে এস এম সুলতানের সংক্ষিপ্ত পরিচিতি, নাম-ঠিকানা। সে পাতারই নিচের দিকে লেখা—‘আপনি কেন ছবি আঁকেন? বিশ্ব প্রকৃতিকে ভালোবাসি বলে’। নিচে শিল্পীর নাম লেখা।
১৮ দিন আগে