অনলাইন ডেস্ক
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূপে আরগুমেন্ট হিসেবে তুলে ধরেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক হিমালয় পাই বলেন, ‘যদি কোথাও এক ঘণ্টা খরচ করি চেষ্টা করি লেখার। গত বিশ্বকাপের সময় দেড় মাসের মতো ইন্ডিয়া ছিলাম। তখন এই বইটা লেখার আইডিয়া আসে। এই বইটা লিখতে গিয়ে দেড় শ এর মতো রেফারেন্স বই পড়তে হয়েছে। বইটা আড়াইবার লিখতে হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর লেখা শেষ হয়েছে।’
তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’ একটি ক্রিয়েটিভ নন ফিকশন। ১২৪ জন বিভিন্ন অঙ্গনের মানুষ আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে ২০২৩ সালে লেখককে দেড় মাসের ভারত সফরে পাঠিয়েছিলেন। তখনই তিনি বইটি লেখার কাজ শুরু করেন। বইটিকে তিনি বলছেন’ এ জার্নি বাই পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারপ্রেটেশন রেদার দ্যান ডিসট্যান্স’।
হিমালয় পাই এর লেখক জীবন শুরু হয় মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস’ দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ অনুবাদের মাধ্যমে। ২০১১ সালে তার প্রথম বই’ প্রযত্নে হন্তা’ প্রকাশিত হয়।’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’সহ তার ১৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে গ্যাপশেডিং, রংপ্যাথি, সিগনেচার সরণ, হিউম্যান ল্যাব, দ্যা এক্সেডেন্টাল এনট্রোপেনার উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে আদর্শ প্রকাশনীর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে বইটি পাওয়া যাবে ৷ আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘হিমালয় পাই এর লেখার ধরন ব্যতিক্রমী। বইটিতে তিনি ব্যক্তি ও ব্যক্তির পারিপার্শ্বিক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিজের মেটাফরিক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।’
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান ‘ব্রেইনস্টেশন ২৩ লিমিটেড’ এর সিইও রাইসুল কবির, ‘প্যারাডাইম আর্কিটেক্ট’ এর কো-ফাউন্ডার মইনূল হক তানভীর, ‘ন্যাসেনিয়া লিমিটেড’ এর চিফ অপারেটিং অফিসার ফুয়াদ বিন ওমর প্রমুখ।
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূপে আরগুমেন্ট হিসেবে তুলে ধরেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক হিমালয় পাই বলেন, ‘যদি কোথাও এক ঘণ্টা খরচ করি চেষ্টা করি লেখার। গত বিশ্বকাপের সময় দেড় মাসের মতো ইন্ডিয়া ছিলাম। তখন এই বইটা লেখার আইডিয়া আসে। এই বইটা লিখতে গিয়ে দেড় শ এর মতো রেফারেন্স বই পড়তে হয়েছে। বইটা আড়াইবার লিখতে হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর লেখা শেষ হয়েছে।’
তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’ একটি ক্রিয়েটিভ নন ফিকশন। ১২৪ জন বিভিন্ন অঙ্গনের মানুষ আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে ২০২৩ সালে লেখককে দেড় মাসের ভারত সফরে পাঠিয়েছিলেন। তখনই তিনি বইটি লেখার কাজ শুরু করেন। বইটিকে তিনি বলছেন’ এ জার্নি বাই পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারপ্রেটেশন রেদার দ্যান ডিসট্যান্স’।
হিমালয় পাই এর লেখক জীবন শুরু হয় মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস’ দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ অনুবাদের মাধ্যমে। ২০১১ সালে তার প্রথম বই’ প্রযত্নে হন্তা’ প্রকাশিত হয়।’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’সহ তার ১৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে গ্যাপশেডিং, রংপ্যাথি, সিগনেচার সরণ, হিউম্যান ল্যাব, দ্যা এক্সেডেন্টাল এনট্রোপেনার উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে আদর্শ প্রকাশনীর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে বইটি পাওয়া যাবে ৷ আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘হিমালয় পাই এর লেখার ধরন ব্যতিক্রমী। বইটিতে তিনি ব্যক্তি ও ব্যক্তির পারিপার্শ্বিক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিজের মেটাফরিক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।’
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান ‘ব্রেইনস্টেশন ২৩ লিমিটেড’ এর সিইও রাইসুল কবির, ‘প্যারাডাইম আর্কিটেক্ট’ এর কো-ফাউন্ডার মইনূল হক তানভীর, ‘ন্যাসেনিয়া লিমিটেড’ এর চিফ অপারেটিং অফিসার ফুয়াদ বিন ওমর প্রমুখ।
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৩ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৩ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৪ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৪ দিন আগে