সম্পাদকীয়
বুদ্ধদেব দাশগুপ্তের প্রধান পরিচয় চলচ্চিত্র পরিচালক হলেও তিনি ষাটের দশকের একজন গুরুত্বপূর্ণ কবিও ছিলেন। তিনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ও মৃণাল সেন-উত্তর যুগে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সামনে।
বুদ্ধদেবের জন্ম ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়া গ্রামে। ১২ বছর বয়সে কলকাতায় চলে এসে তিনি হাওড়ার দীনবন্ধু স্কুলে ভর্তি হন। এরপর অর্থনীতি বিষয় নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর পেশাজীবন শুরু হয়। তবে শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্রের প্রতি অনুরাগ ছিল। স্বপ্ন দেখতেন ছবি বানাবেন। এই তাগিদেই একসময় কলকাতা ফিল্ম সোসাইটির সদস্য হন। ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র দিয়ে তাঁর চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয়।
১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘দূরত্ব’ পরিচালনা করে জাতীয় পুরস্কার পান তিনি। তাঁর ‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ সিনেমাগুলো সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বুদ্ধদেবের ‘দোরাতওয়া’, ‘ফেরা’, ‘তাহাদের কথা’ জাতীয় পুরস্কার পায় বাংলা ভাষার শ্রেষ্ঠ সিনেমা হিসেবে। সেরা নির্দেশকের জাতীয় পুরস্কারও আসে তাঁর ঘরে, ‘উত্তরা’ ও ‘স্বপ্নের দিন’ সিনেমার জন্য। অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও আছে তাঁর ঝুলিতে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, তিনি সিনেমার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নির্দিষ্ট ধরাবাঁধা ছকে এগিয়ে যাননি। বরং ছক ভেঙে এগিয়ে যাওয়াই ছিল তাঁর চলচ্চিত্র নির্মাণের আদর্শ। তাঁর সিনেমায় বারবার প্রতিফলিত হয়েছে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি। সমাজে যে অবক্ষয়ী মনোভাব চলমান, তার প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি তাঁর চলচ্চিত্রগুলোতে।
বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতাকাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।
এই বরেণ্য কবি ও চলচ্চিত্র পরিচালক ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন ২০২১ সালের ১০ জুন।
বুদ্ধদেব দাশগুপ্তের প্রধান পরিচয় চলচ্চিত্র পরিচালক হলেও তিনি ষাটের দশকের একজন গুরুত্বপূর্ণ কবিও ছিলেন। তিনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ও মৃণাল সেন-উত্তর যুগে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সামনে।
বুদ্ধদেবের জন্ম ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়া গ্রামে। ১২ বছর বয়সে কলকাতায় চলে এসে তিনি হাওড়ার দীনবন্ধু স্কুলে ভর্তি হন। এরপর অর্থনীতি বিষয় নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর পেশাজীবন শুরু হয়। তবে শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্রের প্রতি অনুরাগ ছিল। স্বপ্ন দেখতেন ছবি বানাবেন। এই তাগিদেই একসময় কলকাতা ফিল্ম সোসাইটির সদস্য হন। ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র দিয়ে তাঁর চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয়।
১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘দূরত্ব’ পরিচালনা করে জাতীয় পুরস্কার পান তিনি। তাঁর ‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ সিনেমাগুলো সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বুদ্ধদেবের ‘দোরাতওয়া’, ‘ফেরা’, ‘তাহাদের কথা’ জাতীয় পুরস্কার পায় বাংলা ভাষার শ্রেষ্ঠ সিনেমা হিসেবে। সেরা নির্দেশকের জাতীয় পুরস্কারও আসে তাঁর ঘরে, ‘উত্তরা’ ও ‘স্বপ্নের দিন’ সিনেমার জন্য। অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও আছে তাঁর ঝুলিতে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, তিনি সিনেমার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নির্দিষ্ট ধরাবাঁধা ছকে এগিয়ে যাননি। বরং ছক ভেঙে এগিয়ে যাওয়াই ছিল তাঁর চলচ্চিত্র নির্মাণের আদর্শ। তাঁর সিনেমায় বারবার প্রতিফলিত হয়েছে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি। সমাজে যে অবক্ষয়ী মনোভাব চলমান, তার প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি তাঁর চলচ্চিত্রগুলোতে।
বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতাকাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।
এই বরেণ্য কবি ও চলচ্চিত্র পরিচালক ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন ২০২১ সালের ১০ জুন।
আর এক বছর পর ৪০-এর কোঠায় পৌঁছাবে বয়স। হঠাৎ পদোন্নতি হলো পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা ক্যারেন উডসের। এখন থেকে ই-মেইল লিখতে হবে তাঁকে। কিন্তু তিনি তো নিরক্ষর। কীভাবে পড়তে-লিখতে হয় জানেন না। প্রথমে বেশ লজ্জায় পড়ে যান। সবাই জেনে ফেললে কী ভাববে! তবে, সেই লজ্জা-ভয় তাঁকে আটকে রাখেনি। বরং নতুন পথ...
২ দিন আগেতখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
৭ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
৮ দিন আগেআমি মনে করি, পৃথিবীতে ‘সব প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্গায়ন’। এটা নীরবেই অনেক আগেই বিশ্বায়িত...। অনেক আগে হাজার হাজার বছর আগে...বিশ্ব নিয়ে লোকে তখনো ভাবতেই শেখেনি। লিঙ্গ থেকে যা আলাদা হচ্ছে একমাত্র অভিজ্ঞতালব্ধ পার্থক্য, যা প্রত্যেকেই আঁচ করতে পারে আর তাই আপনারা জানতে পারবেন...
১১ দিন আগে