ফিচার ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা কক্সবাজারের প্রকৃতি নানাভাবে ধ্বংস হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনের নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে না। বিষয়টি বিবেচনায় রেখে স্থপতি মেরিনা তাবাসসুমের তত্ত্বাবধানে কক্সবাজারে হতে যাচ্ছে দুই দিনব্যাপী ট্যুরিজম আর্কিটেকচার সামিট।
আয়োজনের শিরোনাম ‘ডিসকোর্স বাই দ্য শোর: ট্যুরিজম আর্কিটেকচার সামিট-২০২৫’। কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টে ১১ ও ১২ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মূলত পরিবেশবান্ধব পর্যটন ও জলবায়ু নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় গুরুত্ব পাবে স্থাপত্যের মাধ্যমে কীভাবে টেকসই পর্যটনকে সহায়তা করা যায় এবং পরিবেশগত ভারসাম্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা যায়। স্থপতিরা আলোচনা করবেন টেকসই পর্যটন, স্থাপনা নির্মাণ, উপকূলীয় প্রতিরোধক্ষমতা ও স্থানীয় বাস্তবভিত্তিক স্থাপত্যচর্চার সংযোগ নিয়ে।
সম্মেলন শুরু হবে একটি প্যানেল আলোচনার মধ্য দিয়ে। যেখানে উপস্থিত থাকবেন স্থপতি মেরিনা তাবাসসুম, খোন্দকার হাসিবুল কবির ও এহসান খান। বিকেলে সাতজন স্থপতি তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। পরে একটি গাইডেড সান-সেট মেডিটেশনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে নকশা তৈরি করা হবে। দ্বিতীয় দিনে আরও ১০ জন স্থপতি দুটি সেশনে তাঁদের ধারণাগুলো তুলে ধরবেন। সম্মেলন শেষ হবে একটি ওপেন ফ্লোর প্যানেল আলোচনার মাধ্যমে, যার মডারেটর হিসেবে থাকবেন মাহমুদুল আনওয়ার রিয়াদ ও নাহাস খলিল। সমাপনী বক্তব্যে সম্মেলনের সারমর্ম তুলে ধরবেন মেরিনা তাবাসসুম।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা কক্সবাজারের প্রকৃতি নানাভাবে ধ্বংস হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনের নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে না। বিষয়টি বিবেচনায় রেখে স্থপতি মেরিনা তাবাসসুমের তত্ত্বাবধানে কক্সবাজারে হতে যাচ্ছে দুই দিনব্যাপী ট্যুরিজম আর্কিটেকচার সামিট।
আয়োজনের শিরোনাম ‘ডিসকোর্স বাই দ্য শোর: ট্যুরিজম আর্কিটেকচার সামিট-২০২৫’। কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টে ১১ ও ১২ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মূলত পরিবেশবান্ধব পর্যটন ও জলবায়ু নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় গুরুত্ব পাবে স্থাপত্যের মাধ্যমে কীভাবে টেকসই পর্যটনকে সহায়তা করা যায় এবং পরিবেশগত ভারসাম্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা যায়। স্থপতিরা আলোচনা করবেন টেকসই পর্যটন, স্থাপনা নির্মাণ, উপকূলীয় প্রতিরোধক্ষমতা ও স্থানীয় বাস্তবভিত্তিক স্থাপত্যচর্চার সংযোগ নিয়ে।
সম্মেলন শুরু হবে একটি প্যানেল আলোচনার মধ্য দিয়ে। যেখানে উপস্থিত থাকবেন স্থপতি মেরিনা তাবাসসুম, খোন্দকার হাসিবুল কবির ও এহসান খান। বিকেলে সাতজন স্থপতি তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। পরে একটি গাইডেড সান-সেট মেডিটেশনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে নকশা তৈরি করা হবে। দ্বিতীয় দিনে আরও ১০ জন স্থপতি দুটি সেশনে তাঁদের ধারণাগুলো তুলে ধরবেন। সম্মেলন শেষ হবে একটি ওপেন ফ্লোর প্যানেল আলোচনার মাধ্যমে, যার মডারেটর হিসেবে থাকবেন মাহমুদুল আনওয়ার রিয়াদ ও নাহাস খলিল। সমাপনী বক্তব্যে সম্মেলনের সারমর্ম তুলে ধরবেন মেরিনা তাবাসসুম।
‘দিনে কত ঘণ্টা খাটি, তার কোনো হিসাব নাই। বিয়ের আগে বাবার জমিতে কাজ করেছি, বিয়ের পরে করছি স্বামীর জমিতে। কাজের নামও নাই, দামও নাই।’
১২ ঘণ্টা আগে‘তখন তোমার একুশ বছর বোধ হয়...’ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই কালজয়ী গানটা মনে আছে নিশ্চয়। তাবাসসুম মোস্তফা রাফার গল্পটা শুনে সেই গানের কথা মনে পড়ে। বয়স মাত্র ২১। এ বয়সেই প্রেম ও ব্যবসা—দুটোতেই সফল। ১২ সদস্যের দল নিয়ে পরিচালনা করেন ‘শপিং স্টল’ নামে একটি অনলাইন শপ। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
১২ ঘণ্টা আগেআমি ছোটবেলা থেকে পারিবারিকভাবে মানসিক নির্যাতনের মধ্যে বড় হয়েছি। মা-বাবার সম্পর্ক সব সময় খারাপ ছিল—মারামারি, ঝগড়া, মানসিক অশান্তি চোখের সামনে দেখেছি। মায়ের সহায়তা পাইনি। ছোটবেলা থেকে অপমান সয়ে এসেছি। মা অনেক সময় অন্যদের সামনে খাটো করত। কিন্তু
১২ ঘণ্টা আগেযুদ্ধের ধ্বংসস্তূপে ডুবে থাকা শহর মোগাদিসু। ধীরে ধীরে অবস্থার বদল হয়। যুদ্ধবিধ্বস্ত এই শহরের দৃষ্টিরেখায় এখন ক্রেন, স্ক্যাফোল্ডিং আর আধুনিক ভবন। নির্মাণকাজের এক নীরব বিপ্লব চলছে সেখানে। আর এই নির্মাণকর্মীদের একাংশ তরুণ নারী প্রকৌশলী। এই প্রকৌশলীদের বয়সের গড় ২৪ বছর। এই বয়সে অনেকে তদারক করছেন...
১২ ঘণ্টা আগে