ড. মো. গোলাম রহমান
শিল্পী আলীর শিল্পকর্ম প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি গুলশানের আলোকি প্রদর্শনশালায়। তিনি শুধু শিল্পী নন, কবিও। ফলে তুলির আঁচড়ে অনুভূতি বাঙ্ময় করে তোলা তাঁর অনায়াস কাজ।
নারী মনের অব্যক্ত অনুভূতি কীভাবে ব্যক্তিজীবনে প্রভাব ফেলে, তার শিল্পরূপ উপস্থাপনে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন শিল্পী। তাঁর প্রায় সব তেলচিত্রে নারী মনের বিভিন্ন অনুভূতি ও উপসর্গ উপস্থাপিত হয়েছে শৈল্পিক মাত্রায়, পছন্দের রঙে এবং উচ্ছলতায়।
পূর্ব ও পশ্চিমের শিল্প নিয়ে তাঁর আগ্রহ ও চর্চার শুরু লন্ডনে থাকাকালে। সেখানে বিভিন্ন শিল্পালয় এবং চিত্র প্রদর্শনী তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে। শিল্পী নিজের টানাপোড়েনের মানসিক দ্বন্দ্ব ক্যানভাসে রংতুলির মাধ্যমে উপস্থিত করেছিলেন নানা চরিত্র ও প্রতীকে।
‘৩৬ জুলাই’ শীর্ষক চিত্রে রং ও বিষয়ের মাধ্যমে প্রভাবিত করে, মানসিক চাপ দিয়ে, তাদের মনকে বিষিয়ে তোলে, বিব্রত করে; পক্ষান্তরে তাদের প্রতিবাদের সাহসই বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতীকী কয়েকটি মুখ তার স্বচ্ছন্দ প্রকাশ। তাদের সংগ্রামী করে গড়ে তোলার এই দৃশ্য তেলচিত্রের প্রচ্ছন্ন কিন্তু ইঙ্গিতবাহী প্রকাশ।
সন্তানকে পিঠে বেঁধে, মাথায় বড় ঝুড়িতে বিক্রয়সামগ্রী নিয়ে পথ চলছে। এই অমানুষিক পরিশ্রম মায়ের জীবনের সঙ্গে কখন যে মিশে যায়, সে খবর থাকে না কারও কাছে। ‘মাদার সন অ্যান্ড কমার্স’ শিরোনামের তেলচিত্রে এই অভিব্যক্তি দেখা যায়।
‘হোপ অ্যান্ড ডিসপেয়ার’ শীর্ষক চিত্রে দেখা যায়, যুদ্ধে গাজা উপত্যকায় হাজারো লোক মারা গেছে, শত শত মায়ের কোল খালি, শত শত শিশু এতিম।
তাদের হতাশা আর প্রত্যাশার কথা মানবিক দৃষ্টিকোণ থেকে রংতুলির কোমল স্পর্শে শিল্পী তুলে ধরেছেন তাঁর ক্যানভাসে।
‘টি অ্যান্ড টয়েল’ চিত্রে পরিস্ফুট হয়েছে নারীর কুণ্ঠাহীন বা অনিরুদ্ধ চেতনা। তেলচিত্রে নারী মুখাবয়বের পেছনে আলংকারিক আঁকিবুঁকির দৃষ্টিনন্দন উপস্থাপন উল্লেখ করার মতো।
আরেকটি তেলচিত্র, নাম ‘আ ওম্যান অ্যাম আই’। এই চিত্রে দেখা যায়, নারী প্রতিকৃতির চারপাশে ফুলেল শোভা, ঝুলছে লতাপাতা। শিল্পী তাঁর স্যুভেনিরে তাকে উপস্থাপন করেছেন এক পুরুষের সঙ্গে তুলনা করে।
মানুষের মনের প্রশান্তি বাইরে থেকে আরোপ করা যায় না। এই মানবিক উপাত্তের বহিঃপ্রকাশ রয়েছে ‘সহনশীলতা’ বা ‘ফোর্বিয়ারেন্স’ নামের চিত্রকর্মে।
‘সং অব ফ্রিডম’ নামের আরেকটি চিত্রকর্ম থেকে একই রকম আভাস পাওয়া যায়।
‘দি আনর্যাভেলড সোল’-এর মানে হতে পারে ‘উন্মোচিত’ বা ‘উদ্ঘাটিত আত্মা’। এই চিত্রে শিল্পী নারীর জন্ম থেকে বেড়ে ওঠা, তারুণ্যের সব পর্যায়ে তার মানসিক ও শারীরিক ভোগান্তির বিষয় উল্লেখ করেছেন। বলেছেন, বৃক্ষের মতো তার দেহ সমূলে মাটিতে গ্রথিত আর তার দৃষ্টি আকাশমুখী।
এমন সব শিল্পকর্মের মধ্য দিয়ে শিল্পী তাঁর মনোজাগতিক চিন্তা ও চেতনার যে প্রকাশ জারি রেখেছেন, তাতে মনে হয়, তিনি নারীসত্তার অন্তর্নিহিত শক্তিকে উজ্জীবিত করেছেন। এরপর হয়তো শিল্পী আলী মানবজীবনের অন্য কোনো সূক্ষ্ম অনুভূতিকে শৈল্পিক নৈপুণ্যে তুলে ধরবেন, এই প্রত্যাশা।
শিল্পী আলীর শিল্পকর্ম প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি গুলশানের আলোকি প্রদর্শনশালায়। তিনি শুধু শিল্পী নন, কবিও। ফলে তুলির আঁচড়ে অনুভূতি বাঙ্ময় করে তোলা তাঁর অনায়াস কাজ।
নারী মনের অব্যক্ত অনুভূতি কীভাবে ব্যক্তিজীবনে প্রভাব ফেলে, তার শিল্পরূপ উপস্থাপনে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন শিল্পী। তাঁর প্রায় সব তেলচিত্রে নারী মনের বিভিন্ন অনুভূতি ও উপসর্গ উপস্থাপিত হয়েছে শৈল্পিক মাত্রায়, পছন্দের রঙে এবং উচ্ছলতায়।
পূর্ব ও পশ্চিমের শিল্প নিয়ে তাঁর আগ্রহ ও চর্চার শুরু লন্ডনে থাকাকালে। সেখানে বিভিন্ন শিল্পালয় এবং চিত্র প্রদর্শনী তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে। শিল্পী নিজের টানাপোড়েনের মানসিক দ্বন্দ্ব ক্যানভাসে রংতুলির মাধ্যমে উপস্থিত করেছিলেন নানা চরিত্র ও প্রতীকে।
‘৩৬ জুলাই’ শীর্ষক চিত্রে রং ও বিষয়ের মাধ্যমে প্রভাবিত করে, মানসিক চাপ দিয়ে, তাদের মনকে বিষিয়ে তোলে, বিব্রত করে; পক্ষান্তরে তাদের প্রতিবাদের সাহসই বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতীকী কয়েকটি মুখ তার স্বচ্ছন্দ প্রকাশ। তাদের সংগ্রামী করে গড়ে তোলার এই দৃশ্য তেলচিত্রের প্রচ্ছন্ন কিন্তু ইঙ্গিতবাহী প্রকাশ।
সন্তানকে পিঠে বেঁধে, মাথায় বড় ঝুড়িতে বিক্রয়সামগ্রী নিয়ে পথ চলছে। এই অমানুষিক পরিশ্রম মায়ের জীবনের সঙ্গে কখন যে মিশে যায়, সে খবর থাকে না কারও কাছে। ‘মাদার সন অ্যান্ড কমার্স’ শিরোনামের তেলচিত্রে এই অভিব্যক্তি দেখা যায়।
‘হোপ অ্যান্ড ডিসপেয়ার’ শীর্ষক চিত্রে দেখা যায়, যুদ্ধে গাজা উপত্যকায় হাজারো লোক মারা গেছে, শত শত মায়ের কোল খালি, শত শত শিশু এতিম।
তাদের হতাশা আর প্রত্যাশার কথা মানবিক দৃষ্টিকোণ থেকে রংতুলির কোমল স্পর্শে শিল্পী তুলে ধরেছেন তাঁর ক্যানভাসে।
‘টি অ্যান্ড টয়েল’ চিত্রে পরিস্ফুট হয়েছে নারীর কুণ্ঠাহীন বা অনিরুদ্ধ চেতনা। তেলচিত্রে নারী মুখাবয়বের পেছনে আলংকারিক আঁকিবুঁকির দৃষ্টিনন্দন উপস্থাপন উল্লেখ করার মতো।
আরেকটি তেলচিত্র, নাম ‘আ ওম্যান অ্যাম আই’। এই চিত্রে দেখা যায়, নারী প্রতিকৃতির চারপাশে ফুলেল শোভা, ঝুলছে লতাপাতা। শিল্পী তাঁর স্যুভেনিরে তাকে উপস্থাপন করেছেন এক পুরুষের সঙ্গে তুলনা করে।
মানুষের মনের প্রশান্তি বাইরে থেকে আরোপ করা যায় না। এই মানবিক উপাত্তের বহিঃপ্রকাশ রয়েছে ‘সহনশীলতা’ বা ‘ফোর্বিয়ারেন্স’ নামের চিত্রকর্মে।
‘সং অব ফ্রিডম’ নামের আরেকটি চিত্রকর্ম থেকে একই রকম আভাস পাওয়া যায়।
‘দি আনর্যাভেলড সোল’-এর মানে হতে পারে ‘উন্মোচিত’ বা ‘উদ্ঘাটিত আত্মা’। এই চিত্রে শিল্পী নারীর জন্ম থেকে বেড়ে ওঠা, তারুণ্যের সব পর্যায়ে তার মানসিক ও শারীরিক ভোগান্তির বিষয় উল্লেখ করেছেন। বলেছেন, বৃক্ষের মতো তার দেহ সমূলে মাটিতে গ্রথিত আর তার দৃষ্টি আকাশমুখী।
এমন সব শিল্পকর্মের মধ্য দিয়ে শিল্পী তাঁর মনোজাগতিক চিন্তা ও চেতনার যে প্রকাশ জারি রেখেছেন, তাতে মনে হয়, তিনি নারীসত্তার অন্তর্নিহিত শক্তিকে উজ্জীবিত করেছেন। এরপর হয়তো শিল্পী আলী মানবজীবনের অন্য কোনো সূক্ষ্ম অনুভূতিকে শৈল্পিক নৈপুণ্যে তুলে ধরবেন, এই প্রত্যাশা।
নারী কোটা কমিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা নারীর কর্মসংস্থানকে দুর্বল ও অর্থনৈতিক স্বাবলম্বিতাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করছে নারীপক্ষ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।
৬ দিন আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গত ৩ আগস্ট নিজেই রক্তমাখা ছুরিসহ থানায় আত্মসমর্পণ করেন। ১৩ আগস্ট পশ্চিম শেওড়াপাড়ায় চার সন্তানের মা এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সেই ঘটনার প্রতিবেদনে দেখা যায়...
৭ দিন আগেবেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে যখন উদ্যোক্তা হওয়ার মতো চ্যালেঞ্জিং কাজ বেছে নিলেন, আশপাশের মানুষ তখন রীতিমতো হইচই শুরু করে দিল। এ রকম সুযোগ কেউ কি হাতছাড়া করে? কিন্তু তিনি তখন স্বাধীনভাবে কিছু করার স্বপ্নে বিভোর। তিনি এখন কেবল সফল উদ্যোক্তাই নন, উদ্যোক্তা সৃষ্টির কারিগরও...
৭ দিন আগেনারী অধিকার প্রতিষ্ঠায় ৩ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন—‘সিডও দিবস’। ১৯৭৯ সালে জাতিসংঘে গৃহীত হয় কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফরমস অব ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট উইমেন (সিডও)। সেটি আজ নারীর অধিকার রক্ষায় বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনি দলিলগুলোর একটি। এটি শুধু একটি নীতিমালা নয়, বরং বৈষম্য...
৭ দিন আগে