অনলাইন ডেস্ক
কর্মজীবী মায়েদের সুবিধার্থে রোডম্যাপ ফর চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এই রোডম্যাপ তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে আইএলও। উন্নত শিশুযত্ন ব্যবস্থা, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং দীর্ঘ মেয়াদে তাঁদের কর্মক্ষেত্রে থাকা নিশ্চিত করবে এটি। পাশাপাশি চাইল্ড কেয়ার গিভার হিসেবে নারী ও পুরুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি তারকা হোটেলে এ রোডম্যাপের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেন।
গবেষণার বরাত দিয়ে আরএপিআইডি বা র্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক আবু ইউসুফ জানান, বর্তমানে দেশে সরকার পরিচালিত ৬৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র এবং ১০০টির বেশি বেসরকারি কেন্দ্র রয়েছে। শিশুদের দেখাশোনার লোকসংকটের কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না ৫৪ শতাংশ নারী। রোডম্যাপটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রগুলো ব্যবহারে সচেতনতা বাড়ানো, কেন্দ্রের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সনদ দেওয়া এবং কেন্দ্রগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তাতে সরকারের নজরদারি নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান র্যাপিডের তত্ত্বাবধানে সরকারের বিভিন্ন সংস্থা, শ্রমিক ও মালিক সংগঠন, চাইল্ড কেয়ার ওয়ার্কার এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শের মাধ্যমে এ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
কর্মজীবী মায়েদের সুবিধার্থে রোডম্যাপ ফর চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এই রোডম্যাপ তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে আইএলও। উন্নত শিশুযত্ন ব্যবস্থা, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং দীর্ঘ মেয়াদে তাঁদের কর্মক্ষেত্রে থাকা নিশ্চিত করবে এটি। পাশাপাশি চাইল্ড কেয়ার গিভার হিসেবে নারী ও পুরুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি তারকা হোটেলে এ রোডম্যাপের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেন।
গবেষণার বরাত দিয়ে আরএপিআইডি বা র্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক আবু ইউসুফ জানান, বর্তমানে দেশে সরকার পরিচালিত ৬৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র এবং ১০০টির বেশি বেসরকারি কেন্দ্র রয়েছে। শিশুদের দেখাশোনার লোকসংকটের কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না ৫৪ শতাংশ নারী। রোডম্যাপটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রগুলো ব্যবহারে সচেতনতা বাড়ানো, কেন্দ্রের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সনদ দেওয়া এবং কেন্দ্রগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তাতে সরকারের নজরদারি নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান র্যাপিডের তত্ত্বাবধানে সরকারের বিভিন্ন সংস্থা, শ্রমিক ও মালিক সংগঠন, চাইল্ড কেয়ার ওয়ার্কার এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শের মাধ্যমে এ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
১ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
২ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৩ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৩ দিন আগে