Ajker Patrika

অধিকার আদায়ে লড়াকু জুডি

ডেস্ক রিপোর্ট, ঢাকা
অধিকার আদায়ে লড়াকু জুডি

আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন প্রতিবন্ধী অধিকারকর্মী জুডিথ এলেন হিউম্যান। তিনি জুডি নামেই বিখ্যাত ছিলেন। তিনি মাদার অব দ্য ডিজঅ্যাবিলিটি রাইটস মুভমেন্ট নামে পরিচিত। তিনি ১৮ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন।

ভবনে আগুন লাগলে তিনি নিজে এবং তাঁর শিক্ষার্থীদের ভবন থেকে বের করতে পারবেন না—এই অজুহাতে ১৯৭০ সালে নিউইয়র্কে তাঁর শিক্ষকতার লাইসেন্স বাতিল করা হয়। তিনি এই বৈষম্যের কারণে শিক্ষা বোর্ডের বিরুদ্ধে মামলা করে জিতে গেলে তাঁকে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়।

নিউইয়র্ক সিটিতে শিক্ষকতা করা প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী ছিলেন জুডি। তাঁর আন্দোলন ১৯৭০ সাল থেকে মানবাধিকার আইন এবং প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী নীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। প্রতিবন্ধী পরিষেবা বিভাগের জন্য নিউইয়র্ক শহরের প্রথম পরিচালক হিসেবে জুডিকে নিযুক্ত করেছিলেন ওয়াশিংটন ডিসির মেয়র অ্যাড্রিয়ান ফেন্টি।

বিল ক্লিনটন ও বারাক ওবামা প্রশাসনে পুনর্বাসন পরিষেবা বিভাগে এবং স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক প্রতিবন্ধী অধিকারের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেন জুডি। এ ছাড়া তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিবন্ধিতা ও উন্নয়নবিষয়ক প্রথম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 

জুডির জন্ম ১৯৪৭ সালের ১৮ ডিসেম্বর ফিলাডেলফিয়ায়। তবে তিনি বড় হন ব্রুকলিনে। ১৯৭৫ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর হন। ২০২৩ সালের ৪ মার্চ ওয়াশিংটন ডিসিতে মারা যান জুডিথ এলেন হিউম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত