নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিশোরী মালেকা। নিজের এলাকায় তরুণদের নিয়ে কাজ করছে সে। পাশাপাশি একটি বিদ্যালয়েও পড়াচ্ছে। সতেরো বছর বয়সী এই কিশোরী আজ বুধবার একদিনের জন্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে।
এ দিন সকালে জিপির প্রধান কার্যালয়ে মালেকাকে দায়িত্ব বুঝিয়ে দেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান।
কিশোরী মালেকা আজকের পত্রিকাকে বলেন, ‘একটা প্রতিষ্ঠানের প্রধান কী কী কাজ করেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কখনো আশা করিনি এত বড় কোনো পদে আমি আসতে পারব। তবে এখানে এসে নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। মনে হচ্ছে, ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো পদে যাওয়ার সক্ষমতা আমি রাখি।’
নিজের এলাকায় ৫০ জন তরুণের একটি দলের নেতৃত্ব দিচ্ছে মালেকা। তাদের নিয়ে এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কাজের পাশাপাশি তরুণদের দিক নির্দেশনাও দিয়ে থাকে সে।
মালেকা বলেন, ‘একজন নেত্রী হিসেবে আমি সবাইকেই বলি, আজ অবস্থান যেখানেই থাকুক, কালকের অবস্থানটা আরও উন্নত হতে পারে।’
বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজার হিসেবে কাজ করছে মালেকা। সংস্থাটির ‘গার্লস টেক ওভার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে জিপির সিইও পদে একদিনের প্রতীকী দায়িত্ব পায় সে। এই ক্যাম্পেইনের লক্ষ্য বাংলাদেশে মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধি করা।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা যে শুধু একদিনের বিষয় তা নয়। টেকসই সমাজ গড়ার জন্য ইকুইটি এবং ইকুয়ালিটি প্রয়োজন, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি জানান, তিন বছর আগে জিপিতে ১১ শতাংশ নারী কর্মী ছিলেন। বর্তমানে তা বেড়ে ২০ শতাংশ হয়েছে।
জিপির ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন জানিয়ে ইয়াসির আজমান বলেন, ‘যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। এটা একটা যাত্রা। আমাদের সচেতন হবে। এ কারণেই এই আয়োজন।’
সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিশোরী মালেকা। নিজের এলাকায় তরুণদের নিয়ে কাজ করছে সে। পাশাপাশি একটি বিদ্যালয়েও পড়াচ্ছে। সতেরো বছর বয়সী এই কিশোরী আজ বুধবার একদিনের জন্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে।
এ দিন সকালে জিপির প্রধান কার্যালয়ে মালেকাকে দায়িত্ব বুঝিয়ে দেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান।
কিশোরী মালেকা আজকের পত্রিকাকে বলেন, ‘একটা প্রতিষ্ঠানের প্রধান কী কী কাজ করেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কখনো আশা করিনি এত বড় কোনো পদে আমি আসতে পারব। তবে এখানে এসে নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। মনে হচ্ছে, ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো পদে যাওয়ার সক্ষমতা আমি রাখি।’
নিজের এলাকায় ৫০ জন তরুণের একটি দলের নেতৃত্ব দিচ্ছে মালেকা। তাদের নিয়ে এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কাজের পাশাপাশি তরুণদের দিক নির্দেশনাও দিয়ে থাকে সে।
মালেকা বলেন, ‘একজন নেত্রী হিসেবে আমি সবাইকেই বলি, আজ অবস্থান যেখানেই থাকুক, কালকের অবস্থানটা আরও উন্নত হতে পারে।’
বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজার হিসেবে কাজ করছে মালেকা। সংস্থাটির ‘গার্লস টেক ওভার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে জিপির সিইও পদে একদিনের প্রতীকী দায়িত্ব পায় সে। এই ক্যাম্পেইনের লক্ষ্য বাংলাদেশে মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধি করা।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা যে শুধু একদিনের বিষয় তা নয়। টেকসই সমাজ গড়ার জন্য ইকুইটি এবং ইকুয়ালিটি প্রয়োজন, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি জানান, তিন বছর আগে জিপিতে ১১ শতাংশ নারী কর্মী ছিলেন। বর্তমানে তা বেড়ে ২০ শতাংশ হয়েছে।
জিপির ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন জানিয়ে ইয়াসির আজমান বলেন, ‘যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। এটা একটা যাত্রা। আমাদের সচেতন হবে। এ কারণেই এই আয়োজন।’
জয়পুরহাট ও দিনাজপুরে নারী ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে সহিংসতা এবং ম্যাচ বন্ধ করে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।
১ দিন আগেদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কিন্তু ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে সুফল পাওয়া যায়, সেই জায়গায় তাঁরা পিছিয়ে আছেন এখনো। যেমন এখন অনলাইনে সরকারি বিভিন্ন কাজ, কেনাকাটা, আর্থিক লেনদেন করা যায়। কিন্তু সঠিক তথ্য ও ব্যবহারের অভাবে প্রান্তিক নারীরা এসব সুবিধা নিতে পারছ
৩ দিন আগেকোভিড ইফেক্ট তাঁকেও আক্রান্ত করেছিল। উচ্চশিক্ষিত খাদিজা ভালো বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কোভিডকালে প্রতিষ্ঠানটির ব্যবসা ভালো যাচ্ছিল না। সে সময় খাদিজা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। নিয়মমাফিক অফিস থেকে ছুটি চাইলে অফিস জানিয়ে দিল, চাকরিটা ছেড়ে দিতে পারেন। খাদিজা চাকরিটা ছেড়ে দিলেন। খাদিজা জা
৩ দিন আগেবাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউএন উইমেন নতুন এক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকার ইইউ কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তির আওতায় ৪ দশমিক ৮ মিলিয়ন ইউরো বা প্রায় ৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ জনপরিসর, কর্মক্ষেত্র এবং উচ্চশিক্
৩ দিন আগে