Ajker Patrika

এই সপ্তাহে স্মরণে

ফিচার ডেস্ক
জাহানারা ইমাম, সেপটিমা ক্লার্ক, ইউজেনি ক্লার্ক ও প্রীতিলতা ওয়াদ্দেদার। ছবি: সংগৃহীত
জাহানারা ইমাম, সেপটিমা ক্লার্ক, ইউজেনি ক্লার্ক ও প্রীতিলতা ওয়াদ্দেদার। ছবি: সংগৃহীত

জাহানারা ইমাম

কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।

সেপটিমা ক্লার্ক

তৃণমূল পর্যায়ে নাগরিকত্ব শিক্ষার পথিকৃৎ সেপটিমা পইনসেট ক্লার্ক। তাঁকে বলা হতো ‘আন্দোলনের জননী’ ও ‘গ্রান্ডমাদার অব দ্য সিভিল রাইটস মুভমেন্ট’। তিনি ছিলেন একজন শিক্ষক ও মানবাধিকারকর্মী। ১৮৯৮ সালের ৩ মে যুক্তরাষ্ট্রের চার্লেস্টোনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

ইউজেনি ক্লার্ক

হাঙরের আচরণ এবং টেট্রাওডন্টিফর্মিস বর্গের মাছ নিয়ে গবেষণার জন্য পরিচিত ছিলেন ইউজেনি ক্লার্ক। যাকে বলা হয় দ্য শার্ক লেডি। কেপ হ্যাজ ল্যাবরেটরিতে ক্লার্ক হাঙর এবং অন্যান্য মাছের ওপর আচরণগত, প্রজননমূলক এবং শারীরবৃত্তীয় বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেছিলেন তিনি। ১৯২২ সালের ৪ মে নিউইয়র্ক সিটিতে জন্ম তাঁর।

প্রীতিলতা ওয়াদ্দেদার

১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণে ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম হয়েছিল তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত