ক্রয়–প্রকৌশলেও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ভারতে ৭ লাখ রুপির অ্যাম্বুলেন্স নাকি ২১ লাখ রুপিতে কেনা হয়েছে। এই নিয়ে দেশটিতে নাকি ব্যাপক সমালোচনাও হচ্ছে। বাংলাদেশে সুই কিনতে যে সাহস দেখিয়েছে সংশ্লিষ্টরা, সেখানে ভারতে চার চাকাঅলা অ্যাম্বুলেন্স কেনার সময় তার সিকিভাগও দেখাতে পারেনি। বড় কাজ করতে হলে তো হৃদয় বড় হওয়া চাই, সাহস চাই। তা