Ajker Patrika

প্রিয় এমপি মহোদয়কে কর্দমাক্ত শুভেচ্ছা

ইমরান খান
আপডেট : ১৯ জুন ২০২১, ২১: ১৩
প্রিয় এমপি মহোদয়কে কর্দমাক্ত শুভেচ্ছা

বিমান, হেলিকপ্টার বা স্পিডবোট নয়; সামান্য ট্রলারে চড়ে স্বয়ং এমপি এসেছেন বানভাসির দুয়ারে। এই আনন্দের উচ্ছ্বাস তাৎক্ষণিক সামলে নেওয়া কি গ্রামের বোকাসোকা মানুষের কাজ? এমপি মহোদয়ের খাতির যত্নে পড়ে গেল হুড়োহুড়ি। এই হুড়োহুড়ি কাছে বাঁধ মেরামত কি এমন জরুরি কাজ! তাইতো বাঁধের কাজ রেখে ছুটে এলেন নানা শ্রেণি, পেশার—কিশোর, যুবক, বৃদ্ধ।

কত দিন পরে নেতার মুখদর্শন। সেই মুখ পুড়ছে রোদে। এই দৃশ্য কি আর সহ্য করা যায়? এমপি বাসা থেকে বেরোনোর সময় তাড়াহুড়োয় সানস্ক্রিন দিতে ভুলে গেছেন। তাই এমন দৃশ্য সইতে না পেরে তাঁর উদ্দেশ্যে দোআঁশ সানস্ক্রিন এগিয়ে দেন নরম মনের কয়রাবাসী।

এসি রুম রেখে জনতার এমপি এসেছেন কাদা-জলে। ভোটারদের জন্য এ কি কম আনন্দের? এই আনন্দে আত্মহারা হয়ে গ্রামের বোকাসোকা লোকজন কি থেকে কি করে ফেলেছে হয়তো নিজেরাই বুঝতে পারেনি। তবে এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য মেনে কাঁদা ছুড়ে সংবর্ধনা জানাতে কিন্তু তাঁরা ভুল করেনি।

কিন্তু এত আদরের নেতার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া মৌখিক ও কর্দমাক্ত শুভেচ্ছার মাত্রা সইতে না পেরে উল্টো পথে গেলেন। শুধু কর্দমা সংবর্ধনায় সম্মান দেখানো পূর্ণতা না পেলে অবুঝ আমজনতারই বা কি করার আছে, বলুন। তাঁদের কাছে তো তাৎক্ষণিকভাবে আর কিছু ছিল না।

এই দফার আদরে কিন্তু সিক্ত হয়েছে এমপি মহোদয়ের হৃদয় মোবারক। তবে সম্মান প্রদর্শন অস্বীকার করায় কয়রার মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ। হাতের পুরো জোর দিয়েই তো সবাই শ্রদ্ধাঞ্জলি ছুড়েছে। চেষ্টায় ত্রুটি না থাকার প্রমাণ তো ভিডিওতেই আছে।

গণমাধ্যম মাঝখানে বাগড়া না দিলে তো হয়েই গেল। কেন ভাই, বাঁধ মেরামতের মাঝেও কেন ক্যামেরা নিয়ে আসতে হবে। তবে, জনতার এমপিদের সম্মান তো আর কচু পাতার পানি না যে, হালকা বাতাসেই পরে গেল। শুধু কাদাঞ্জলি কেন, কাদার জায়গায় অন্য কিছু ছুড়লেও সম্মান একটুও কমতো না। তবে করুণা করে হলেও নেতাকে কিন্তু কোদাল হাতে দুই-চারটা ছবি তোলার সুযোগ দেওয়াই যেত।

কুম্ভীলকবৃত্তির অকালে এই সংবর্ধনার সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়লেও প্রথম স্থান কিন্তু কয়রারই। এমন অর্জনে অনন্য অবদান রাখায় রাজপথের এমপি মহোদয়কে কর্দমাক্ত ক্রেস্ট ও কর্দমাসিক্ত উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিতেই হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত