সাগরের মধ্যে ৪০০ বর্গমিটারের অদ্ভুত ‘এক দেশ’
আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলে নিজেদের সবচেয়ে ছোট দেশের নাগরিক বলে মনে করে সিল্যান্ডবাসী। সিল্যান্ডের আয়তন মোটে ০.০০৪ বর্গ কিলোমিটার। আরও পরিষ্কারভাবে বললে একটা প্ল্যাটফর্ম নিয়েই গোটা দেশটি। আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া সবকিছুই আছে সিল্যান্ডের। সেগুলো কী? তাদের আছে জাতীয় পতাকা, সংগীত, মুদ্রা, পাসপোর্ট,