Ajker Patrika

ভোটার আইডি কার্ডকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!

ইমরান খান
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০: ০০
ভোটার আইডি কার্ডকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!

এই রে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো চলেই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ। অবশ্য জীবনে আগাম বলে আর কিছুই তো নেই। সময়ানুবর্তীতা বলে যে বিষয়টা ছিল, সেটাও হাপিশ। এখন ঘনিষ্ঠ বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা রাত পোহালেই দেওয়া অভ্যাস হয়ে গেছে। তা তড়িঘড়ি এই সময়ে কী করা যায়? অতি গুরুত্বপূর্ণ একটা দিবস তো চলেই যাচ্ছে। তা কাকে শুভেচ্ছা দেওয়া যায়? সে কথা ভাবার আগে চটজলদি গণতন্ত্র নিয়ে একটু ভাবি।

গণতান্ত্রিক দেশে ভোট একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেকে একে অধিকারও মনে করেন। নাহ আর বেশি ভেবে কাজ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে, যাবেও। এই অধিকার প্রয়োগের জন্য প্রাপ্তবয়স্কদের ‘ভোটার আইডি কার্ড’ দেওয়া হয়। এর ডাকনামও আছে—‘জাতীয় পরিচয়পত্র’। এ পরিচয়পত্রকে ভোটের গণ্ডিতে বেঁধে রাখার জন্য চক্রান্ত কম হয়নি। তবে কার্ডটি ঠিকই নিজের জায়গাগুলো বুঝতে পেরে জ্বলে উঠেছে আপন শক্তিতে। 

কোথায় নেই এই কার্ডের ব্যবহার। গুরুত্বপূর্ণ গেটপাস পেতে, সিম কিনতে, বাসা ভাড়া নিতে এ কার্ডের ফটোকপি দরকার হয়। পাসপোর্টের জন্য আবেদন, চাকরির সিভিতে সংযুক্তি, নিজের ও সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অফিশিয়াল কাজেও এ কার্ডের দরকার পড়ে। বইয়ের কতটুকু পড়লেন, সে চিহ্ন রাখা, মানিব্যাগে কিছু একটা আছে—এই সান্ত্বনা পাওয়ার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। আয়নায় চেহারা দেখার দরকার পড়লে কার্ডটি বের করে একনজর দেখে নিতে পারেন। করোনা প্রতিরোধক টিকার রেজিস্ট্রেশনেও এ কার্ডের দরকার পড়ছে। সব যেমন তেমন, বিয়ে করতে গেলে কাজীও নাকি এই কার্ডটি চায় এখন।

এত প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ানো এই কার্ডটি আসলেই আমাদের প্রকৃত বন্ধু। এই পরম বন্ধুকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত