ইমরান খান
এই রে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো চলেই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ। অবশ্য জীবনে আগাম বলে আর কিছুই তো নেই। সময়ানুবর্তীতা বলে যে বিষয়টা ছিল, সেটাও হাপিশ। এখন ঘনিষ্ঠ বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা রাত পোহালেই দেওয়া অভ্যাস হয়ে গেছে। তা তড়িঘড়ি এই সময়ে কী করা যায়? অতি গুরুত্বপূর্ণ একটা দিবস তো চলেই যাচ্ছে। তা কাকে শুভেচ্ছা দেওয়া যায়? সে কথা ভাবার আগে চটজলদি গণতন্ত্র নিয়ে একটু ভাবি।
গণতান্ত্রিক দেশে ভোট একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেকে একে অধিকারও মনে করেন। নাহ আর বেশি ভেবে কাজ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে, যাবেও। এই অধিকার প্রয়োগের জন্য প্রাপ্তবয়স্কদের ‘ভোটার আইডি কার্ড’ দেওয়া হয়। এর ডাকনামও আছে—‘জাতীয় পরিচয়পত্র’। এ পরিচয়পত্রকে ভোটের গণ্ডিতে বেঁধে রাখার জন্য চক্রান্ত কম হয়নি। তবে কার্ডটি ঠিকই নিজের জায়গাগুলো বুঝতে পেরে জ্বলে উঠেছে আপন শক্তিতে।
কোথায় নেই এই কার্ডের ব্যবহার। গুরুত্বপূর্ণ গেটপাস পেতে, সিম কিনতে, বাসা ভাড়া নিতে এ কার্ডের ফটোকপি দরকার হয়। পাসপোর্টের জন্য আবেদন, চাকরির সিভিতে সংযুক্তি, নিজের ও সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অফিশিয়াল কাজেও এ কার্ডের দরকার পড়ে। বইয়ের কতটুকু পড়লেন, সে চিহ্ন রাখা, মানিব্যাগে কিছু একটা আছে—এই সান্ত্বনা পাওয়ার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। আয়নায় চেহারা দেখার দরকার পড়লে কার্ডটি বের করে একনজর দেখে নিতে পারেন। করোনা প্রতিরোধক টিকার রেজিস্ট্রেশনেও এ কার্ডের দরকার পড়ছে। সব যেমন তেমন, বিয়ে করতে গেলে কাজীও নাকি এই কার্ডটি চায় এখন।
এত প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ানো এই কার্ডটি আসলেই আমাদের প্রকৃত বন্ধু। এই পরম বন্ধুকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!
এই রে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো চলেই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ। অবশ্য জীবনে আগাম বলে আর কিছুই তো নেই। সময়ানুবর্তীতা বলে যে বিষয়টা ছিল, সেটাও হাপিশ। এখন ঘনিষ্ঠ বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা রাত পোহালেই দেওয়া অভ্যাস হয়ে গেছে। তা তড়িঘড়ি এই সময়ে কী করা যায়? অতি গুরুত্বপূর্ণ একটা দিবস তো চলেই যাচ্ছে। তা কাকে শুভেচ্ছা দেওয়া যায়? সে কথা ভাবার আগে চটজলদি গণতন্ত্র নিয়ে একটু ভাবি।
গণতান্ত্রিক দেশে ভোট একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেকে একে অধিকারও মনে করেন। নাহ আর বেশি ভেবে কাজ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে, যাবেও। এই অধিকার প্রয়োগের জন্য প্রাপ্তবয়স্কদের ‘ভোটার আইডি কার্ড’ দেওয়া হয়। এর ডাকনামও আছে—‘জাতীয় পরিচয়পত্র’। এ পরিচয়পত্রকে ভোটের গণ্ডিতে বেঁধে রাখার জন্য চক্রান্ত কম হয়নি। তবে কার্ডটি ঠিকই নিজের জায়গাগুলো বুঝতে পেরে জ্বলে উঠেছে আপন শক্তিতে।
কোথায় নেই এই কার্ডের ব্যবহার। গুরুত্বপূর্ণ গেটপাস পেতে, সিম কিনতে, বাসা ভাড়া নিতে এ কার্ডের ফটোকপি দরকার হয়। পাসপোর্টের জন্য আবেদন, চাকরির সিভিতে সংযুক্তি, নিজের ও সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অফিশিয়াল কাজেও এ কার্ডের দরকার পড়ে। বইয়ের কতটুকু পড়লেন, সে চিহ্ন রাখা, মানিব্যাগে কিছু একটা আছে—এই সান্ত্বনা পাওয়ার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। আয়নায় চেহারা দেখার দরকার পড়লে কার্ডটি বের করে একনজর দেখে নিতে পারেন। করোনা প্রতিরোধক টিকার রেজিস্ট্রেশনেও এ কার্ডের দরকার পড়ছে। সব যেমন তেমন, বিয়ে করতে গেলে কাজীও নাকি এই কার্ডটি চায় এখন।
এত প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ানো এই কার্ডটি আসলেই আমাদের প্রকৃত বন্ধু। এই পরম বন্ধুকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে