ইমরান খান
এই রে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো চলেই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ। অবশ্য জীবনে আগাম বলে আর কিছুই তো নেই। সময়ানুবর্তীতা বলে যে বিষয়টা ছিল, সেটাও হাপিশ। এখন ঘনিষ্ঠ বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা রাত পোহালেই দেওয়া অভ্যাস হয়ে গেছে। তা তড়িঘড়ি এই সময়ে কী করা যায়? অতি গুরুত্বপূর্ণ একটা দিবস তো চলেই যাচ্ছে। তা কাকে শুভেচ্ছা দেওয়া যায়? সে কথা ভাবার আগে চটজলদি গণতন্ত্র নিয়ে একটু ভাবি।
গণতান্ত্রিক দেশে ভোট একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেকে একে অধিকারও মনে করেন। নাহ আর বেশি ভেবে কাজ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে, যাবেও। এই অধিকার প্রয়োগের জন্য প্রাপ্তবয়স্কদের ‘ভোটার আইডি কার্ড’ দেওয়া হয়। এর ডাকনামও আছে—‘জাতীয় পরিচয়পত্র’। এ পরিচয়পত্রকে ভোটের গণ্ডিতে বেঁধে রাখার জন্য চক্রান্ত কম হয়নি। তবে কার্ডটি ঠিকই নিজের জায়গাগুলো বুঝতে পেরে জ্বলে উঠেছে আপন শক্তিতে।
কোথায় নেই এই কার্ডের ব্যবহার। গুরুত্বপূর্ণ গেটপাস পেতে, সিম কিনতে, বাসা ভাড়া নিতে এ কার্ডের ফটোকপি দরকার হয়। পাসপোর্টের জন্য আবেদন, চাকরির সিভিতে সংযুক্তি, নিজের ও সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অফিশিয়াল কাজেও এ কার্ডের দরকার পড়ে। বইয়ের কতটুকু পড়লেন, সে চিহ্ন রাখা, মানিব্যাগে কিছু একটা আছে—এই সান্ত্বনা পাওয়ার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। আয়নায় চেহারা দেখার দরকার পড়লে কার্ডটি বের করে একনজর দেখে নিতে পারেন। করোনা প্রতিরোধক টিকার রেজিস্ট্রেশনেও এ কার্ডের দরকার পড়ছে। সব যেমন তেমন, বিয়ে করতে গেলে কাজীও নাকি এই কার্ডটি চায় এখন।
এত প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ানো এই কার্ডটি আসলেই আমাদের প্রকৃত বন্ধু। এই পরম বন্ধুকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!
এই রে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো চলেই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ। অবশ্য জীবনে আগাম বলে আর কিছুই তো নেই। সময়ানুবর্তীতা বলে যে বিষয়টা ছিল, সেটাও হাপিশ। এখন ঘনিষ্ঠ বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা রাত পোহালেই দেওয়া অভ্যাস হয়ে গেছে। তা তড়িঘড়ি এই সময়ে কী করা যায়? অতি গুরুত্বপূর্ণ একটা দিবস তো চলেই যাচ্ছে। তা কাকে শুভেচ্ছা দেওয়া যায়? সে কথা ভাবার আগে চটজলদি গণতন্ত্র নিয়ে একটু ভাবি।
গণতান্ত্রিক দেশে ভোট একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেকে একে অধিকারও মনে করেন। নাহ আর বেশি ভেবে কাজ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে, যাবেও। এই অধিকার প্রয়োগের জন্য প্রাপ্তবয়স্কদের ‘ভোটার আইডি কার্ড’ দেওয়া হয়। এর ডাকনামও আছে—‘জাতীয় পরিচয়পত্র’। এ পরিচয়পত্রকে ভোটের গণ্ডিতে বেঁধে রাখার জন্য চক্রান্ত কম হয়নি। তবে কার্ডটি ঠিকই নিজের জায়গাগুলো বুঝতে পেরে জ্বলে উঠেছে আপন শক্তিতে।
কোথায় নেই এই কার্ডের ব্যবহার। গুরুত্বপূর্ণ গেটপাস পেতে, সিম কিনতে, বাসা ভাড়া নিতে এ কার্ডের ফটোকপি দরকার হয়। পাসপোর্টের জন্য আবেদন, চাকরির সিভিতে সংযুক্তি, নিজের ও সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অফিশিয়াল কাজেও এ কার্ডের দরকার পড়ে। বইয়ের কতটুকু পড়লেন, সে চিহ্ন রাখা, মানিব্যাগে কিছু একটা আছে—এই সান্ত্বনা পাওয়ার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। আয়নায় চেহারা দেখার দরকার পড়লে কার্ডটি বের করে একনজর দেখে নিতে পারেন। করোনা প্রতিরোধক টিকার রেজিস্ট্রেশনেও এ কার্ডের দরকার পড়ছে। সব যেমন তেমন, বিয়ে করতে গেলে কাজীও নাকি এই কার্ডটি চায় এখন।
এত প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ানো এই কার্ডটি আসলেই আমাদের প্রকৃত বন্ধু। এই পরম বন্ধুকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
২ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৫ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৬ দিন আগে