Ajker Patrika

জুম করে তোলা পিঁপড়ার চেহারার ছবি নেট দুনিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫: ৩৬
Thumbnail image

ছবিটি দেখে ভয় পাচ্ছেন? না, এটি কোনো হরর সিনেমার ভূত-প্রেত বা ডাইনির ছবি নয়। খুব কাছ থেকে জুম করে তোলা পিঁপড়ার চেহারার ছবি এটি। লিথুয়ানিয়ার চিত্রশিল্পী ইউজেনিজুস কাভালিয়াউসকাসের তোলা এই ছবি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

লাল চোখের সঙ্গে সোনালি দাঁতের পিঁপড়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে মজা করে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ড্রাগনেরা বিলুপ্ত হয়ে যায়নি, বরং তারা আকারে ছোট হয়ে গেছে।’

অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চিন্তা করে দেখুন, পিঁপড়াদের আকার যদি সত্যিই বড় হতো, তাহলে কত ভয়ানক হতো!’

ইউজেনিজুসের তোলা এই ছবি জনপ্রিয় ক্যামেরা কোম্পানি নিকন আয়োজিত ‘স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি’ প্রতিযোগিতা ২০২২ এ সম্মানজনক প্রদর্শনী হিসেবে রাখা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতি বছর ওই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে চিত্রগ্রাহকেরা তাঁদের তোলা মাইক্রোস্কোপের নিচের অচেনা জগতের ছবি প্রদর্শনীতে তুলে ধরেন।

এদিকে এ বছরের প্রতিযোগিতায় তক্ষকের ভ্রূণের হাতের ছবি তুলে জেনেভা বিশ্ববিদ্যালয়ের গ্রেগরি টিফিন প্রথম হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত