অনলাইন ডেস্ক
ছবিটি দেখে ভয় পাচ্ছেন? না, এটি কোনো হরর সিনেমার ভূত-প্রেত বা ডাইনির ছবি নয়। খুব কাছ থেকে জুম করে তোলা পিঁপড়ার চেহারার ছবি এটি। লিথুয়ানিয়ার চিত্রশিল্পী ইউজেনিজুস কাভালিয়াউসকাসের তোলা এই ছবি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
লাল চোখের সঙ্গে সোনালি দাঁতের পিঁপড়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে মজা করে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ড্রাগনেরা বিলুপ্ত হয়ে যায়নি, বরং তারা আকারে ছোট হয়ে গেছে।’
অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চিন্তা করে দেখুন, পিঁপড়াদের আকার যদি সত্যিই বড় হতো, তাহলে কত ভয়ানক হতো!’
ইউজেনিজুসের তোলা এই ছবি জনপ্রিয় ক্যামেরা কোম্পানি নিকন আয়োজিত ‘স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি’ প্রতিযোগিতা ২০২২ এ সম্মানজনক প্রদর্শনী হিসেবে রাখা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতি বছর ওই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে চিত্রগ্রাহকেরা তাঁদের তোলা মাইক্রোস্কোপের নিচের অচেনা জগতের ছবি প্রদর্শনীতে তুলে ধরেন।
এদিকে এ বছরের প্রতিযোগিতায় তক্ষকের ভ্রূণের হাতের ছবি তুলে জেনেভা বিশ্ববিদ্যালয়ের গ্রেগরি টিফিন প্রথম হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ছবিটি দেখে ভয় পাচ্ছেন? না, এটি কোনো হরর সিনেমার ভূত-প্রেত বা ডাইনির ছবি নয়। খুব কাছ থেকে জুম করে তোলা পিঁপড়ার চেহারার ছবি এটি। লিথুয়ানিয়ার চিত্রশিল্পী ইউজেনিজুস কাভালিয়াউসকাসের তোলা এই ছবি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
লাল চোখের সঙ্গে সোনালি দাঁতের পিঁপড়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে মজা করে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ড্রাগনেরা বিলুপ্ত হয়ে যায়নি, বরং তারা আকারে ছোট হয়ে গেছে।’
অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চিন্তা করে দেখুন, পিঁপড়াদের আকার যদি সত্যিই বড় হতো, তাহলে কত ভয়ানক হতো!’
ইউজেনিজুসের তোলা এই ছবি জনপ্রিয় ক্যামেরা কোম্পানি নিকন আয়োজিত ‘স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি’ প্রতিযোগিতা ২০২২ এ সম্মানজনক প্রদর্শনী হিসেবে রাখা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতি বছর ওই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে চিত্রগ্রাহকেরা তাঁদের তোলা মাইক্রোস্কোপের নিচের অচেনা জগতের ছবি প্রদর্শনীতে তুলে ধরেন।
এদিকে এ বছরের প্রতিযোগিতায় তক্ষকের ভ্রূণের হাতের ছবি তুলে জেনেভা বিশ্ববিদ্যালয়ের গ্রেগরি টিফিন প্রথম হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে