পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ
পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
১ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৪ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৫ দিন আগে