অনলাইন ডেস্ক
মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।
শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।
মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।
শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
২১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে