Ajker Patrika

৭ মাসের শিশুর পেট থেকে বের করা হলো ২ কেজির ভ্রূণ

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২১: ৩৮
৭ মাসের শিশুর পেট থেকে বের করা হলো ২ কেজির ভ্রূণ

মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা। 

অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।

শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।

ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার। 

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত